
‘লাঞ্চের পরে আসেন’ বলার সুযোগ দেবে না ডিপিএলের ম্যাচ
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৫, ২২:৫৩
বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমে লাল ফিতার দৌরাত্ম্য নতুন কিছু নয়। সব বিষয়ে বিলম্ব করা যেন নিত্যকার বিষয়। বিলম্ব-বিড়ম্বনা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে একটি বাক্য বেশ পরিচিত, ‘লাঞ্চের পরে আসেন।’ অর্থাৎ কোনো ফাইল সই করতে যেন দুপুরের খাবারের আগে যেন করা যাবে না। এমন ইস্যুতে দেশজুড়ে সমালোচনা কম হয়নি, তবুও সেটা অব্যাহত রয়েছে।
প্রশাসনিক দৌরাত্ম্য সমালোচনা করে কমানো না গেলেও সেটার সুযোগ করে দিতে পারে ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কারণ, সারাদিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচ ইদানীং দুপুরের আগেই শেষ হয়ে যায়। ফলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকিরা দেশের সরকারি কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম সারতে লাঞ্চের আগেই উপস্থিত হতে পারবেন।
উদাহরণ দেওয়া যাক, আজ আবাহনীর বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে পারটেক্স। মাত্র ৩৩ ওভার খেলতে পেরেছিল দলটি। তাতে ঠিক ১০০ রানে অলআউট হয়ে যায় তারা। আবাহনীর বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ৯ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ১০০ রান তাড়া করতে নেমে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার। দুপুরের খাবারের সময় হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যায়।
দুই দিন আগে লাঞ্চের আগেই জিতেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ম্যাচটি আর দুপুর পর্যন্ত গড়ায়নি। এমনকি ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঠ ছাড়তেও হয়তো লাঞ্চ টাইম পার হয়নি।
এমন গল্পে আছে বিপরীত চিত্র। গত ৯ মার্চ রান-উৎসব হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার দেখা যায় ৪০০ রান। নাইম শেখের ব্যাটিং তাণ্ডবে সেদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। ওপেনার নাইম শেখ একাই করেছিলেন ১৭৬ রান। কিন্তু একই ভেন্যুতে পরবর্তী দুই ম্যাচে ২২ ক্রিকেটার মিলিয়ে নাইমের ব্যক্তিগত ইনিংসের সমপরিমাণ রান করতে পারেনি।
এমআই