Advertisement
Us Bangla Airlines
দ্য হান্ড্রেডের ড্রাফট শেষে আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

দ্য হান্ড্রেডের ড্রাফট শেষে আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ২৩:৫৮

ইংল্যান্ডের ঘরোয়া লিগে জনপ্রিয় হয়ে ওঠেছে শতবলের টুর্নামেন্ট- দ্য হান্ড্রেড। আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। এতে অংশ নেবে মোট ৮ দল। নতুন আসরকে গিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। যেখানে ২৯ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও কেউই দল পাননি।

এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে ডাহা ব্যর্থ হওয়া পাকিস্তানের কেউই জায়গা পাননি ইংলিশদের এই টুর্নামেন্টে। এছাড়া ইংল্যান্ডের ৪২ বছর বয়সী কিংবদন্তি ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এবারের ড্রাফটে নাম লেখালেও শেষ পর্যন্ত কোনো দলেই তার দেখা মিলেনি। তবে আইপিএলে জায়গা না পাওয়া ওয়ার্নার, উইলিয়ামসনরা পেয়েছেন সুযোগ।

দ্য হান্ড্রেডের আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

বার্মিংহাম ফিনিক্স

লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, জ্যাকব বেথেল, বেনি হাওয়েল, ড্যান মাউসলি, উইল স্মিড, ক্রিস উড, অ্যানুরিন ডোনাল্ড, জো ক্লার্ক, হ্যারি মুর, টম হেলম, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, টিম সাউদি।

লন্ডন স্পিরিট

জেমি স্মিথ, লিয়াম ডসন, ড্যানিয়েল ওরাল, রিচার্ড গ্লিসন, অলি স্টোন, অলি পোপ, কিটন জেনিংস, জেমি ওভারটন, লুক উড, জোফরা চোহান, ওয়েন ম্যাডসেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন টার্নার।

ম্যানচেস্টার অরিজিনালস

জস বাটলার, ফিল সল্ট, ম্যাথু হার্স্ট, স্কট কারি, জোশ টঙ্গ, টম হার্টলি, সনি বেকার, টম অ্যাসপিনওয়াল, লুইস গ্রেগরি, বেন ম্যাককিনি, জর্জ গার্টন, হেনরিখ ক্লাসেন, নূর আহমেদ, রাচিন রবীন্দ্র। 

নর্দার্ন সুপারচার্জার্স

হ্যারি ব্রুক, আদিল রশিদ, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, গ্রাহাম ক্লার্ক, প্যাট ব্রাউন, টম লস, জ্যাক ক্রলি, ড্যান লরেন্স, মাইকেল পেপার, ডেভিড মালান, ডেভিড মিলার, মিচেল স্যান্টনার, বেন ডারউইস।

ওভাল ইনভিন্সিবল

স্যাম কারান, উইল জ্যাকস, টম কারান, জর্ডান কক্স, সাকিব মাহমুদ, স্যাম বিলিংস, গাস অ্যাটকিনসন, নাথান সওটার, তাওয়ান্ডা মুইয়ে, মাইলস হ্যামন্ড, রশিদ খান, জেসন বেহরেনডর্ফ, ডোনোভান ফেরেইরা।

সাউদার্ন ব্রেভ

জেমস ভিন্স, জোফ্রা আর্চার, টাইমাল মিলস, ক্রিস জর্ডান, লিউস ডু প্লয়, ক্রেইগ ওভারটন, লরি ইভান্স, ড্যানি ব্রিগস, জেমস কোলস, রিস টপলি, জর্ডান থম্পসন, ফাফ ডু প্লেসিস, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল।

ট্রেন্ট রকেটস

জো রুট, টম ব্যান্টন, জন টার্নার, স্যাম কুক, স্যাম হাইন, টম আলসপ, ক্যালভিন হ্যারিসন, ডেভিড উইলি, ম্যাক্স হোল্ডেন, অ্যাডাম হোস, রেহান আহমেদ, মার্কাস স্টোইনিস, লকি ফার্গুসন, জর্জ লিন্ডে। 

ওয়েলশ ফায়ার

ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, টম কোহলার-ক্যাডমোর, টম অ্যাবেল, লুক ওয়েলস, স্টিফেন এসকিনাজি, ডেভিড পেইন, পল ওয়াল্টার, সাইফ জাইব, জোশ হাল, ম্যাসন ক্রেন, স্টিভ স্মিথ, রিলে মেরেডিথ, ক্রিস গ্রিন।

এমআই