
দায়িত্ব থেকে কেন নাম প্রত্যাহার করলেন ইউসুফ
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১৪:৫৯
চ্যাম্পিয়নস ট্রফির পর দল গোছানোর নতুন মিশনে নামছে পাকিস্তান। আইসিসির টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতায় থমকে যাওয়া পাকিস্তানকে উজ্জীবিত করতে দলটিতে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। কিউই সফর দিয়ে এই দায়িত্ব গ্রহণের কথা ছিল তার, কিন্তু পারিবারিক কারণে সিরিজ শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করলেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। পিসিবি জানিয়েছে, সাবেক অধিনায়ক ও নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ কন্যা সন্তানের অসুস্থতার কথা জানিয়ে আসন্ন সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। সেই সিদ্ধান্ত পিসিবিকে জানিয়েছেন তিনি।
আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দুই ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এই সফর শুরু করবে সালমান আলি আগার দল। পরবর্তীতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আবার নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে আগামীকাল (বুধবার) তাসমান সাগর পাড়ের দেশটির উদ্দেশ্যে রওয়া দেবে পাকিস্তান ক্রিকেট দল।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই সময় অবশ্য পাকিস্তানে অতিথি হয়ে গিয়েছিল ব্ল্যাকক্যাপসরা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতা নিয়ে।
এমআই