Advertisement
Us Bangla Airlines
আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ বাংলাদেশ!

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ বাংলাদেশ!

খেলা ডেস্ক

০৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৭

ফুটবলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে লিওলেন মেসির দেশ। সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৩ তম। ফলে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবলে বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দিবা স্বপ্নের মতো। আবার ক্রিকেটেও এতদূর আগাতে পারেনি মেসিদের দেশ। এমনকি শুধু আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে।

তবে আর্জেন্টিনাকে কোথায় হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ? খেলার মাঠে নয়, সামাজিক মাধ্যমের এক প্রতিযোগিতায় মেসিদের দেশকে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’। সেখানে অংশ নেয় ৬৪টি দেশ। টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

ফাইনালে প্রতিপক্ষকে হিসেবে আর্জেন্টিনাকে পায় হামজা চৌধুরীর দেশ। শুক্রবার (৪ এপ্রিল) দুই দেশের মধ্যে ভোটাভুটি শুরু হয়। ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য রাখা হয় দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার)। ২১ ঘণ্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ফেসবুকের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাপ্ত ভোট (রিঅ্যাকশন) ৯ লাখ ১৬ হাজারের বিপরীতে আলবিসেলেস্তেদের অর্জন মাত্র ১৯ হাজার। তাতেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করে লাল-সবুজের দল।

এমআই