
হামজার অভিষেকের পর কত ধাপ উন্নতি করল বাংলাদেশ?
খেলা ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৫:১০
আলোড়নের জন্ম দিয়ে গেল ২৫ মার্চ বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার অভিষেক ম্যাচেই ভারতকে কাঁপিয়েছেন। পরিষ্কার ৫টি সুযোগ পেয়েও সেই ম্যাচে গোল শূন্য ছিল বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করায় বাংলাদেশের অবস্থানেও উন্নতি হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক নম্বর স্থান সুসংহত রয়েছে। বাংলাদেশ দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮৩তম স্থানে। হামজাদের কাছে বোতলবন্দী হওয়া ভারত দুই ধাপ পিছিয়ে ১২৭ তম অবস্থান করছে।
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। সিঙ্গাপুরকে পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরো একটু সামনে যেতে পারবে।
আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ যারা ছিল এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে এর বিপরীতে বেশি পিছিয়েছে গিনি বাসাউ ৮ ধাপ। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।
ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে হয়েছে ৫৮ ম্যাচ। থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে।
এমআই