Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলের পর ক্লাবে ফিরেই হামজার দাপট

জাতীয় দলের পর ক্লাবে ফিরেই হামজার দাপট

খেলা ডেস্ক

২৯ মার্চ ২০২৫, ১২:১০

ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। জাতীয় দলের হয়েও মাঠ মাতানোর স্বপ্ন ছিল তাঁর। তবে ইংলিশদের জাতীয় দলের জার্সি শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি। এরপর লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দেখেছেন এই ব্রিটিশ ফুটবলার। অবশেষে সব নিয়ম-নীতি আমলে নিয়ে গত ২৫ মার্চ বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার।

আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ম্যাচে ভারতকে কাঁপিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। গোল না পেলেও পুরো মাঠে খেলেছেন হামজা। বল যেদিক যায়, সেখানেই ছিল হামজার পদচারণা। ভারতের বিপক্ষে গোল শূন্য ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি। এরপর দেশে ফিরে একদিন পরেই ম্যানচেস্টারের ফ্লাইট ধরেন হামজা চৌধুরি।

জাতীয় দলের ব্যস্ততা শেষে গতকাল নিজের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে নামেন হামজা। গোল-অ্যাসিস্টে অবদান না থাকলেও কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচে হামজা ছিলেন দুর্দান্ত। গোলটাও পেতে পারতেন। শট নিয়েছিলেন একেবারেই নিখুঁত। কিন্তু কভেন্ট্রি গোলরক্ষকের দারুণ সেইভ হতাশ করলো বাংলাদেশি ফুটবলার হামজাকে। 

তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের। ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে দ্য ব্লেডসরা। 

ম্যাচে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। ৮৯ মিনিটে তাই যখন মাঠ থেকে নামছিলেন, তখন পেয়েছেন সবার দাঁড়িয়ে দেয়া করতালি। 

হামজাকে উঠিয়ে নেয়ার পরেই গোল হজম করে তার দল শেফিল্ড। কভেন্ট্রির হয়ে গোল করেন জ্যাক রুডোনি। তবে তার আগেই নিজেদের জয় নিশ্চিত করে নেয় শেফিল্ড। গোল পেয়েছিলেন গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল এবং রিয়ান ব্রুস্টার। 

এমআই