
ইংল্যান্ডের পথে হামজা, বাংলাদেশে ফিরবেন কবে?
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১২:৫৮
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ মাতানো একজন খেলবেন বাংলাদেশ দলে। এ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ ছিলো না। গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন সেই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। দেশের মাটিতে পা রেখে ভক্তদের উচ্ছ্বাস বেশ ভালোভাবেই টের পেয়েছেন এই ফুটবলার। দশ দিনের সফর শেষে আজ বাংলাদেশ ছেড়েছেন তিনি।
আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরেছেন হামজা। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন তিনি।
গেল ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন তিনি। ২০-২৫ মার্চ ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে অবস্থান করেছিলেন।
বাংলাদেশ-ভারত ম্যাচে হামজার উন্মাদনা বেড়েছে কয়েক গুণ। ভারতের বিপক্ষে সেই ম্যাচ না জিতলেও মাঠজুড়ে বিচরণ করা হামজা নজর কেড়েছেন সবার। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এর আগে ইউনাইটেড শেফিল্ডের হয়ে মাঠ মাতাবেন তিনি।
এমআই