Advertisement
Us Bangla Airlines
নবীদের নামে দুই ছেলের নাম রেখেছেন হামজা চৌধুরী

নবীদের নামে দুই ছেলের নাম রেখেছেন হামজা চৌধুরী

খেলা ডেস্ক

২১ মার্চ ২০২৫, ২১:২৯

বাংলাদেশ ফুটবলে হামজা জ্বর এখনো কমেনি। লাল-সবুজের জার্সিতে হামজা ভারতে পাড়ি জমালেও দেশের ক্রীড়াঙ্গনে চলছে হামজার চর্চা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার কখন, কোথায়, কী করছেন- তার সব খবরই রাখছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে হামজা নিয়ে আলোচনা এতটাই বেড়েছে যে, কেউ অতীতে তার নাম না শুনলেও এবার পরিচয় জেনে যাবেন।

২৭ বছর বয়সী এই ফুটবলারের পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। মা বাংলাদেশি এবং জন্মদাতা বাবা গ্রেনাডিয়ান। তবে হামজা বেড়ে ওঠেছেন সৎ বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীর ঘরে। নানা বাড়ি এবং সৎ বাবার বাড়ি সিলেটে হওয়ায় হামজা বাংলাদেশে পা রেখেছেন বহুবার। সবশেষ এসেছিলেন প্রায় ১১ বছরে।

শৈশবে লাল-সবুজের দেশে বেড়াতে আসা হামজার স্মৃতি সবচেয়ে বেশি। জন্মের এক বছর পরেই পা রেখেছিলেন বাংলাদেশে। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় কৈশোর এবং যুবক বয়সেও বাংলাদেশের হবিগঞ্জে পা পড়েছিল হামজা। বাংলার মাটির গন্ধ ভুলতে পারেননি এই ফুটবলার। এবার বাংলাদেশ জাতীয় দলের হয়েই খেলতে এসেছেন তিনি।

জন্মসূত্রে ইংরেজ হওয়া হামজা চৌধুরী ইংলিশ মেয়ের প্রেমে মজেছিলেন। প্রেম, প্রণয়, পরিণতি থেকে ২০২২ সালে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই ফুটবলার। মুসলমান হামজাকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছেন তার স্ত্রী অলিভিয়া। মুসলিম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছিলেন অলিভিয়া চৌধুরী। বর্তমানে এই যুগলের ঘর আলোকিত করে এসেছে ৩ সন্তান।

দুই ছেলের সঙ্গে এক কন্যা সন্তানের জনক হামজা চৌধুরী। নিজে মুসলমান হওয়ায় ছেলেদের নাম নবীদের সঙ্গে মিল রেখে নির্ধারণ করেছিলেন হামজা। বড় ছেলের নাম দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং ছোট ছেলের নাম দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। ঈসা (আ.) এবং ইউনুস (আ.) নামে মুসলিম ইতিহাসে দুজন নবী এসেছিলেন পৃথিবীতে। এছাড়া হামজার একমাত্র কন্যার নাম এনায়া হুসাইন চৌধুরী।

এমআই