Advertisement
Us Bangla Airlines
হামজাকে কেন খুঁজছেন শেফিল্ড কোচ?

হামজাকে কেন খুঁজছেন শেফিল্ড কোচ?

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ১২:১৬

ইংল্যান্ডে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে হামজার দল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা মিডফিল্ডার হামজা চৌধুরীকে খুঁজে বেড়াচ্ছেন ক্লাবটির কোচ ক্রিস ওয়াইল্ডার।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শেফিল্ড ইউনাইটেডের প্রতিনিধি হিসেবে আসেন দলটির কোচ ওয়াইল্ডার। সেখানে হামজাকে নিয়ে মজার ছলে তিনি বলেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে! যদি কেউ তাকে দেখে থাকেন, দয়া করে আমাকে জানান!’

হামজাকে নিয়ে মজা করলেও তার অবস্থান সম্পর্কে অবগত শেফিল্ড কোচ। বাংলাদেশ জাতীয় দলে গেল ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজার। প্রতিবেশী দেশের ফুটবলারদের কাঁপিয়ে গতকাল ম্যানচেস্টার সিটির পথে রওনা দিয়েছেন হামজা। ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন বলে জানা গেছে। 

জাতীয় দলের হয়ে খেলাটা হামজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোচ ওয়াইল্ডার। তিনি বলেন, ‘সে নিশ্চয়ই এটি উপভোগ করেছে। এটি তার জীবনের একটি বড় অংশ, যা তার এবং তার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা (বাংলাদেশ) ভালো একটি ফল পেয়েছে, আর হামজা এর অংশ ছিল।’ 

ভারতকে কাঁপিয়ে আসলেও অভিষেক ম্যাচটি জেতা হয়নি হামজা চৌধুরীর। ভালো ফিনিশিংয়ের অভাবে ৫টি সুবর্ণ সুযোগ মিস করে বাংলাদেশ। ফলে গোল শূন্য ম্যাচে ফলাফল ‘ড্র’ নিয়ে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে পুরো ৯০ মিনিট নিজেকে উজাড় করে দিয়েছেন হামজা চৌধুরী।

সতীর্থদের প্রয়োজন অনুযায়ী নিচে ওপরে উঠেছেন। প্রতিপক্ষের পাস ধরেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও উঠেছেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন। বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝে মধ্যে হামজার বাড়ানো থ্রু পাস ভারতের রক্ষণে ত্রাসের সৃষ্টি করেছে। ভারতের তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীকে করেছেন বোতলবন্দী।

খেলোয়াড় হামজা মানুষ হিসেবেও অসাধারণ। তার বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সতীর্থরা। মাঠেও হামজার মুখে নিয়মিত হাসি লেপ্টে থাকতে দেখা গেছে। ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলারকে নিয়ে প্রশংসায় মেতেছেন ক্রিকেটার লিটন দাস। 

গতকাল ফেসবুকে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’

উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপ লিগের ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে কভেন্ট্রি সিটি। কভেন্ট্রির কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

এমআই