Advertisement
Us Bangla Airlines
অভিষেকে ঝলক দেখানো হামজা ম্যাচ শেষে যা বললেন

অভিষেকে ঝলক দেখানো হামজা ম্যাচ শেষে যা বললেন

খেলা ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ০৯:৫৭

ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন হামজা চৌধুরি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে এরপর আর মিডিয়ার কাছে ঘেঁষতে দেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল ভারতের বিপক্ষে খেলা নিজের অভিষেক ম্যাচে যেন সর্বত্রই ছিলেন আলো কাড়া হামজা।

সতীর্থদের প্রয়োজন অনুযায়ী নিচে ওপরে উঠেছেন। প্রতিপক্ষের পাস ধরেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও উঠেছেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন। বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝে মধ্যে হামজার বাড়ানো থ্রু পাস ভারতের রক্ষণে ত্রাসের সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ কখন, কোথায় দেখবেন

ম্যাচ শেষে হামজার জন্য মিক্সড জোনের অপেক্ষা করেছিলেন বাংলাদেশি সাংবাদিকরা। একে একে সবাই বের হওয়ার পর শেষদিকে এলেন হামজা চৌধুরি। বাংলাদেশের হয়ে অভিষেকের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। অনেক গর্বিত লাগছে।’ আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় প্রতিক্রিয়া নিয়ে হামজা বলেন, ‘অনেক অসাধারণ লাগছে সেই সময়।’

তবে ভারতকে কাঁপন ধরিয়ে দেওয়া এই ম্যাচটিতে জেতা প্রয়োজন ছিলো বলে মনে করছেন ইপিএল তারকা হামজা চৌধুরি। তিনি বলেন, ‘প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা। আমাদের জয় প্রাপ্য ছিল। ফুটবলে মিস হতেই পারে, ইপিএলেও (ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ) মিস হয়।’

ভারত ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

হামজা বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলেন। সেখান থেকে এসে বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে অনেকটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আজ অভিষেকের পর সতীর্থদের নিয়ে তার মন্তব্য, ‘কলিগদের নিয়ে আমি খুব গর্বিত। তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলছি।’

এমআই