
হামজার সঙ্গে লিটনের সাক্ষাৎ, অতঃপর যা বললেন
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১১:৫৫
বাংলাদেশে আসার আগেই বহুবার শিরোনাম হয়েছিলেন হামজা চৌধুরী। লাল-সবুজের মাটিতে পা রেখে ভক্তদের উন্মাদনা দেখে হামজা নিজেই বিস্মিত হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো আর এফএ কাপ জেতা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। সেটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে।
ভারতের সঙ্গে প্রয়োজন অনুযায়ী নিচে ওপরে উঠেছেন। প্রতিপক্ষের পাস ধরেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও উঠেছেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন। বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝে মধ্যে হামজার বাড়ানো থ্রু পাস ভারতের রক্ষণে ত্রাসের সৃষ্টি করেছে। ভারতের তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীকে করেছেন বোতলবন্দী।
পরিষ্কার ৫টি সুযোগ তৈরির পর ফলাফল ড্র রেখেই ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেছিল বাংলাদেশ। তবে ৯০ মিনিট খেলা হামজার পুরো মাঠ দাপিয়ে বেড়ানো পরিষ্কার জানিয়ে দিয়েছে, কেন তিনি ম্যাচ সেরা। হামজার সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও। এবার হামজার বন্দনা মেতেছেন টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস।
হামজার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ ছবির ক্যাপশনেই বলে দিচ্ছিল ক্যামেরার পেছনে ছিলেন লিটনের স্ত্রী।
হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য ইতোমধ্যে পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি প্রার্থনা করেছেন তিনি।
এমআই