Advertisement
Us Bangla Airlines
তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১৭:৫০

বিকেএসপিতে একত্রে খেলেছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপর বয়সভিত্তিক দল, জাতীয় দলে কাটিয়ে দেওয়া ১৯ বছর- দীর্ঘ পথযাত্রায় তামিমের পরম বন্ধু ছিলেন সাকিব। মাঝে অজানা ইস্যুতে হয়েছে মান-অভিমান। একত্রে থেকেও বন্ধুত্বের টান হয়েতো স্পর্শ করতে পারেননি দুজন।

এবার তামিমের অসুস্থতার খবরে ঠিকই উদ্বেগ প্রকাশ করেছেন বন্ধু সাকিব। গতকাল নিজের ভক্তদের সঙ্গে এক ভিডিও বার্তায় তামিমের জন্য দোয়া চাওয়ার পর ফেসবুকে সবার কাছে প্রার্থনা কামনা করে পোস্ট করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফেসবুকে সাকিব লিখেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

সাকিব শুধু দোয়া চেয়েই থেমে থাকেননি, তামিমের স্ত্রী আয়শা সিদ্দিকাকে কল করেও তামিমের খোঁজ নিয়েছেন। আজ দুপুরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। দুজনে সিসিইউতে গিয়ে তামিমকে দেখে আসেন। এরপর তামিমের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।

ঘণ্টাখানেকের বেশি হাসপাতালে থেকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বেরিয়ে যান। এসময় সাংবাদিকদের সঙ্গে সামান্য কথাও বলেছেন মাশরুর রেজা।

গণমাধ্যম থেকে করা এক প্রশ্নে সাকিবের বাবা বলেন, ‘তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কি না, জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে। আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’

পরে সাকিবের মা শিরীন আক্তার বলেন, ‘আপনারাও তামিমের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, গতকাল ডিপিএলে ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এমআই