Advertisement
Us Bangla Airlines
‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে আক্ষেপ মাশরাফির

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে আক্ষেপ মাশরাফির

খেলা ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ২১:০৮

ডিপিএলে স্বাভাবিক দিনের মতোই শুরুটা করেছিলেন তামিম ইকবাল খান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নির্ধারিত সময়ে টসে যান। টসের ভিডিওতে তামিমকে কিছুটা অস্বস্তি বোধ করতে দেখা গেলেও বাকিদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়। এরপরই অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছাতে তামিমকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।

সবশেষ খবর অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তাতে তামিমের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। এরমধ্যেই তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুশফিক, রিয়াদ এবং মিরাজ।

এছাড়া বিসিবির কর্তারাও ১৮তম পর্ষদ সভা স্থগিত করে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান। তবে প্রিয় সতীর্থকে দেখতে যেতে পারেননি বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। লম্বা সময় তামিমের সঙ্গে জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করা ম্যাশ ফেসবুকে নিজের ব্যর্থতা নিয়ে আক্ষেপের গল্প শুনিয়েছেন।

তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।’ 

এদিকে, তামিমের পেজ থেকেও এডমিনের বরাতে একটি পোস্টে বিস্তারিত জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।’

‘এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।’

‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

এমআই