
তামিমের হার্টে বসানো হলো রিং, সবশেষ অবস্থা কী?
খেলা ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৬:০৯
বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে টস করতে নেমেছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। তবে টসের সময় অস্বস্তিতে ভুগছিলেন তামিম। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। একপর্যায়ে সেই অবস্থা গুরুতর পর্যায়ে রূপ নেয়।
শারীরিক অবস্থা গুরুতর হলে তামিমকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে কেপিজে হাসপাতালে (সাবেক ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে) নেয়া হয়েছে তাকে।
সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে।
এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তিনি জানিয়েছিলেন, সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।
এমআই