
রাজনীতি না বোর্ড সভাপতি, কোনদিকে যাবেন তামিম
খেলা ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২
বিপিএলের ফাইনালের মঞ্চটা এলে একক আধিপত্য দেখান তামিম ইকবাল। প্রথম ফাইনালটা শুরু করেছিলেন ব্যাট হাতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে সেবার করেছিলেন অপরাজিত ১৪১ রান। বাকি দুই ফাইনালে ব্যাটের পাশাপাশি নেতৃত্বেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। ফরচুন বরিশালকে টানা দুইবার শিরোপা জিতিয়েছেন এই ক্রিকেটার।
শুধু বাইশ গজে নয়, মাঠের বাইরেও তামিমের নেতৃত্বের নাম-ডাক আছে। এমনকি ভালো সংগঠক হিসেবেও সতীর্থদের কাছে বহুবার প্রশংসা কুড়িয়েছেন এই বাঁহাতি ওপেনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিমের নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করেছিলেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বরিশালের অধিনায়ককে নিয়ে সুজন বলেন, ‘তামিম খুব ভাল একজন সংগঠক। বরিশালের দল কি বরিশালের মালিক ঠিক করে? না, তামিমই সবকিছু করে। কোন কোন বিদেশি খেলোয়াড় কখন আসবে বা কে খেলবে, সবকিছুই তামিম দেখে। এগুলো কিন্তু শুধু বরিশালেই না, যেই টিমেই যায়, সেই টিমেই তামিম এসব করে দেয়। ওর নেতৃত্ব গুণ খুবই চমৎকার।’
তামিমের নেতৃত্ব গুণ গণমাধ্যমে একাধিকবার প্রশংসা করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এবার নেতৃত্বের কারণে এসেছে তামিমের ভবিষ্যৎ প্রসঙ্গ। জাতীয় দল থেকে বিদায় নেওয়া এই ক্রিকেটার আগামী কোন পথে হাঁটবেন? সতীর্থ সাকিব-মাশরাফির মতো রাজনীতিতে যোগ দিবেন না কি দায়িত্ব নিবেন বিসিবি সভাপতির?
গতকাল ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই উত্তর দিয়েছেন তামিম ইকবাল। রাজনীতি প্রসঙ্গে মজা করে তামিম বলেন, ‘রাজনীতিতে... এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না।’ অবশ্য পরক্ষণেই রহস্যময় উত্তর পরিষ্কার করলেন এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।’
পরে আবার জানতে চাওয়া হয় বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কি না। সেখানেই রহস্যময় উত্তর দিয়েছেন দেশসেরা এই ওপেনার। তামিম বললেন, ‘ওটা (বোর্ড সভাপতি হওয়া) দেখা যাক।’
এমআই