Advertisement
Us Bangla Airlines
বিপিএলে দল কমানোর পক্ষে মত দিলেন তামিম

বিপিএলে দল কমানোর পক্ষে মত দিলেন তামিম

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৬ দল নিয়ে উদ্বোধনী আসর শুরু করেছিল। এর পরের আসরেই নতুন দল হিসেবে যুক্ত হয় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স। ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত ৭ দল নিয়ে আয়োজিত হচ্ছে বিপিএল। দলের সংখ্যা বেশি হওয়ায় দেশি ক্রিকেটারদের বেশি সুযোগ মিলে। কিন্তু কোয়ালিটি ভালো করতে বিপিএলে দল কমানোর প্রস্তাব রেখেছেনে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল (বুধবার) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান তামিম। পিএসএলের সাথে তুলনা দিয়ে তিনি বলেন, ‘ওখানে ক্রিকেট কোয়ালিটি এতটাই ভালো। আমরা ৭-৮টি দল নিয়ে শুরু করেও… খেলোয়াড়রা বলতে পারে দল বেশি থাকলে লোকাল প্লেয়ারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কম হলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধা বাড়বে। আমার মতে ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দল হলে ভালো হয়।’

একাদশে বিদেশি কম থাকলে বা দুই জন থাকলে ভালো হয় নাকি এমন প্রশ্নে তামিম বলেন, ‘দুই বিদেশি না, আমার মতে চার বিদেশিই ঠিক আছে। পিএসএলে আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি খেলতে যায়। অথচ পিএসএলে একসময় দল ছিল পাঁচটি।’ 

বিপিএলের সূচি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্টি প্রকাশ করছেন ক্রিকেটার-বিশ্লেষকেরা। এবার সেটা নিয়ে কথা বলেছেন তামিম ইকবালও। বরিশালের অধিনায়কের মতে বিপিএলের সূচি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া উচিত। 

তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় বিপিএলের প্রথম শিডিউল ছিল অক্টোবর-নভেম্বরের দিকে। এটা ভালো সময় ছিল। এ সময় এসএ-টোয়েন্টি ও আইএলটি-টোয়েন্টি এই দুই মেজর লিগের সাথে সাংঘর্ষিক হবে না।’ 

তামিম ইকবাল নিজের এমন পছন্দের পেছনে যুক্তিও দেখিয়েছেন, ‘একবার বিপিএলের সূচি পরিবর্তন হয় বাংলাদেশ দলের খেলা থাকায়। এছাড়া ঐ সময়েই হতো। কারণ তখন তেমন খেলা থাকে না। তখন শুধু হয়ত আবুধাবি টি-টেন। একটা টুর্নামেন্টের সাথে সাংঘর্ষিক হওয়া দুটার চেয়ে ভালো।’

এমআই