
বোলিং অ্যাকশন নিয়ে ফের সন্দেহের কবলে আলিস
খেলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ১৯:১১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের জার্সিতে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। ২০১৯ সালের সেই আসরে নেমেই বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন এই রহস্যময় স্পিনার। তারপর থেকে দীর্ঘদিন ছিলেন আলোচনার বাহিরে। সবশেষ আসরে কুমিল্লার জার্সিতে আবার বিপিএলে ফিরেন আলিস। আট ম্যাচে ৯ উইকেট নেওয়া আলিসের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
বিপিএলে দারুণ বোলিংয়ের কারণে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন এই রহস্যময় স্পিনার। কিন্তু ইনজুরির কারণে লাল-সবুজের জার্সিতে আর খেলা হয়নি। জাতীয় দলে না খেললেও আলিসকে মনে রেখেছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম। ড্রাফট থেকে আলিসকে দল ভেড়ায় বন্দর নগরীর টিম চিটাগং কিংস। দলটির হয়ে ইতোমধ্যে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট তুলেছেন এই ডানহাতি বোলার।
সবশেষ গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সাফল্য শূন্যতার দিনে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র।
বোলিং প্রশ্নবিদ্ধ হওয়ার পরের ম্যাচে অবশ্য মাঠে নামেননি আলিস আল ইসলাম। তবে আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। যদিও সবশেষ খবর হলো, বোলিং নিয়ে ফের পরীক্ষায় বসতে হচ্ছে তাঁকে। আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন এ বোলার।
এমআই