Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে, বললেন মিকি আর্থার

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে, বললেন মিকি আর্থার

খেলা ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

বিশ্ব ক্রিকেটে লম্বা সময় ধরে চষে বেড়াচ্ছে বাংলাদেশ দল। কিন্তু এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই বড় সাফল্যের দেখা মিলেনি। লাল-সবুজের জার্সিতে টাইগারদের সর্বোচ্চ অর্জন- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। অবশ্য সেখানেও ছিল বৃষ্টির সহায়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম বাংলাদেশ গ্রুপ পর্ব পার করতে পেরেছে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অর্জন ২০১৫ এর কোয়ার্টার ফাইনাল।

আইসিসি টুর্নামেন্টের হতাশাজনক পারফরম্যান্সে বাংলাদেশ ‘বড় দল’ হয়ে ওঠার তকমাটা এখনো পায়নি বলে মনে করছেন চ্যাম্পিয়নস ট্রফি জেতা কোচ মিকি আর্থার। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত এ কোচ বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হেড কোচ পদে দায়িত্ব পালন করছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে বড় চমক

বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ওয়াানডে ক্রিকেটে ভালো খেলছে। কিন্তু ট্রফি দিয়েই শেষ পর্যন্ত বিবেচনা করা হবে। আমি বিশ্বাস করি, অন্য দলের মতো বাংলাদেশেরও ট্রফি জেতা উচিত। দল যে কঠোর পরিশ্রম করেছে সেটি প্রমাণের জন্য ট্রফির প্রয়োজন আছে। একইসাথে এর মাধ্যমে দল নির্বাচনেও বৈধতা মিলে। ক্রিকেটকে ব্র্যান্ড করার জন্য শোকেসে ট্রফির প্রয়োজন আছে। তাই বাংলাদেশের একটি ট্রফি দরকার।’

দক্ষিণ আফ্রিকার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মিকি আর্থার। এরপর দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডে। সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন এ কোচ। অভিজ্ঞতায় পরিপূর্ণ এ কোচ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ট্রফি না জেতায় আক্ষেপ করেছেন। 

ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি!

নিজের দেশ নিয়ে আর্থার বলেন, ‘আমি বলব, দক্ষিণ আফ্রিকা সবসময় এক নম্বর দল। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল তারা। কিন্তু আমরা কখনও আইসিসি ইভেন্ট জিততে পারিনি। মানুষ এমন দলকে মনে রাখে না, যারা আইসিসি ইভেন্ট জিততে পারে না। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তারা খুব ভালো ওয়াানডে দল। কিন্তু এটা প্রমান করতে তাদের কিছু জিততে হবে।’

বিপিএলের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাড়ি জমাবে বাংলাদেশ দল। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে আট জাতির এ টুর্নামেন্ট শুরু হবে। অন্যান্য দলের মতো বাংলাদেশেরও এই শিরোপা জয়ের সুযোগ আছে বলে মনে করছেন রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার।

‘চ্যাম্পিয়ন্স ট্রফি একটি দুর্দান্ত টুর্নামেন্ট, এ কারণে প্রতিটি ম্যাচেই জিততে হবে। এই টুর্নামেন্টে অন্যান্য দলের মত একই সুযোগ রয়েছে বাংলাদেশের।’

মিকি আর্থার, রংপুর কোচ

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খুব ভালো প্রতিযোগিতা, এটি খুব ছোট টুর্নামেন্ট। আপনাকে সেরা ক্রিকেট খেলতে হবে। এখানে সেরা ৮টি দল অংশ নেয় এবং ভুল করার কোন সুযোগ নেই। আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম তখন পাকিস্তান অষ্টম স্থানে ছিলো। আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম, তাই পরের প্রতিটি ম্যাচ জিততে হতো দলকে। পরবর্তীতে আমরা সব জিতেছি কারণ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলা শুরু করি।’

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় তাদের ভূমিকা সর্ম্পকে জানতো এবং তারা তাদের দায়িত্ব খুব ভালভাবে সম্পন্ন করেছিল। আমরা গতি পেয়েছিলাম। একবার ক্রিকেটে যদি গতি পাওয়া যায় সেটা খুব শক্তিশালী হয়ে উঠে। কারণ আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি একটি দুর্দান্ত টুর্নামেন্ট, এ কারণে প্রতিটি ম্যাচেই জিততে হবে। তাই এই টুর্নামেন্টে অন্যান্য দলের মত একই সুযোগ রয়েছে বাংলাদেশের।’

এমআই