
রিশাদকে দলে না নেওয়ার ম্যাচে লাহোরের পরাজয়
খেলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১২:৪৭
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল রিশাদের দল লাহোর কালান্দার্স। গত আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচে দলে জায়গা পায়নি টাইগার স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশি লেগিকে দলে না নেওয়ার দিনে ম্যাচও হেরেছে লাহোর।
গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় পিএসএলের উদ্বোধনী ম্যাচ শুরু হয়। যেখানে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। তবে লাহোরের ব্যাটারদের নাকের জলে চোখের জলে বাধিয়ে দিয়েছিল পেস-স্পিন আক্রমণ। মাত্র ৫১ রানের মাঝে হারিয়ে বসে তিন উইকেট।
Not the start we had hoped for, but we will come back stronger in the next one #QalandarDilSe #DamaDamMast #HBLPSL10 #IUvLQ
Posted by Lahore Qalandars on Friday, April 11, 2025
এরপর শুরু হয় ব্যর্থতার মিছিল। শাদাব খানের দলের চর্তুমুখী আক্রমনে দাঁড়াতেই পারেনি রিশাদের সতীর্থরা। টপ অর্ডারে ব্যাট করতে নামা আবদুল্লাহ শফিক আর জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা ছাড়া সবাই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
লাহোরের হয়ে ৩৮ বলে ৬৬ রান করেছেন আবদুল্লাহ শফিক। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন সিকান্দার রাজা। বল হাতে লাহোরের বড় পরীক্ষা নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। ২৬ রান খরচায় ইসলামাবাদের পেসার ফেরান চার ব্যাটারকে।
সবমিলিয়ে ইসলামাবাদের বিপক্ষে মাত্র ১৩৯ রান তুলতে পেরেছে রিশাদের দল লাহোর কালার্ন্দাস। লাহোরের তিনটি উইকেট নিয়েছেন ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান। ৪ ওভারে ২১ রানে একটি উইকেট নেন ইমাদ। বাকি দুই বোলার নাসিম শাহ ও রেইলি পেয়েছেন ১টি করে উইকেট।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৭.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় ইসলামাবাদ ইউনাইটেড। প্রতিপক্ষের মাত্র ২ উইকেট তুলতে পেরেছিল রিশাদের দল। দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলা আসিফ আফ্রিদি ৪ ওভারে ১৫ রান খরচায় তুলেছেন ১ উইকেট। হারিস রউফও পেয়েছেন উইকেটের দেখা।
রিশাদের মতো স্পিন অলরাউন্ডার কোটায় খেলা সিকান্দার রাজা ২ ওভারে খরচ করেছেন ১৫ রান। আরেক বিদেশি অলরাউন্ডার ডেভিড ভিসা ১ ওভারেই দিয়েছেন ১৫। সবমিলিয়ে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতেও আহামরি কিছু করতে পারেনি রিশাদের দল।
এমআই