Advertisement
Us Bangla Airlines
পিএসএলে লিটন-রিশাদদের খেলা দেখবেন যেভাবে

পিএসএলে লিটন-রিশাদদের খেলা দেখবেন যেভাবে

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডির মাঠে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১৮ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা টানবে পিএসএল।

নতুন মৌসুমের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। টাইগার ওপেনার লিটন দাস খেলবেন করাচি কিংস দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। এই দুজনকে সিলভার ক্যাটাগরি থেকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে তারা বিসিবি থেকে অনাপত্তি পত্র পেয়ে পাকিস্তানে অবস্থান করছেন।

পিএসএলে লিটন, নাহিদ, রিশাদদের ম্যাচ কবে

ড্রাফট থেকে দল পেয়েছেন পিএসএলের গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার ও বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি। বিসিবি থেকে আংশিক এনওসি পেয়েছেন নাহিদ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শেষে পিএসএলের দলে যোগ দিবেন তিনি।

এদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে রিশাদ হোসেনের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদের মুখোমুখি হবে রিশাদের লাহোর কালান্দার্স। দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে সেরা একাদশে বাংলাদেশি লেগ স্পিনারের জায়গা পাওয়ার সম্ভবনা প্রবল।

রিশাদের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা বোলার বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলেছেন। যে দলের অপরিহার্য অংশ ছিলেন রিশাদ হোসেন। এমনকি ফাইনাল ম্যাচে রিশাদের ব্যাটে চড়েই শিরোপা জিতেছিল বরিশাল। সবমিলিয়ে এই তরুণ ক্রিকেটারকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে।

পিএসএলের ম্যাচ কোথায় দেখবেন

বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে লিটন-রিশাদদের খেলা। এ ছাড়া পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও পিএসএল উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা।

এমআই