
পিএসএলে লিটন, নাহিদ, রিশাদদের ম্যাচ কবে
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্রাফট থেকে দল পেয়েছিলেন লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা। লাহোর কালান্দার্সে রিশাদ, করাচি কিংসে লিটন এবং নাহিদ খেলবেন পেশোয়ার জালমিতে। তবে বিসিবি থেকে এসব ক্রিকেটারদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। যদিও ইতোমধ্যে পিএসএলের ২০২৫ টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ১১ এপ্রিল পাকিস্তানের ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসরের পর্দা ওঠবে। উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদের লাহোর কালান্দার্স। ১২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমি। একইদিনে মুলতান সুলতানসের বিপক্ষে খেলবে লিটন দাসের করাচি কিংস।
পিএসএলের দশম আসরে মোট ছয়টি দল অংশ নিবে। তাতে মোট ম্যাচের সংখ্যা মোট ৩৪টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি, মুলতান—এই চার স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। ১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় এলিমিনেটর হবে ১৪ ও ১৬ মে। এই দুই ম্যাচ হবে লাহোরে। ১৮ মে ফাইনালও হবে লাহোরে।
পিএসএলে লিটন, নাহিদ, রিশাদদের ম্যাচসূচি
প্রতিপক্ষ-তারিখ-ভেন্যু
লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
করাচি-মুলতান ১২ এপ্রিল (করাচি)
লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
লাহোর-করাচি ১৫ এপ্রিল (করাচি)
করাচি-কোয়েটা ১৮ এপ্রিল (করাচি)
পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল (করাচি)
করাচি-পেশোয়ার ২১ এপ্রিল (করাচি)
লাহোর-মুলতান ২২ এপ্রিল (মুলতান)
লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল (লাহোর)
করাচি-কোয়েটা ২৫ এপ্রিল (লাহোর)
লাহোর-মুলতান ২৬ এপ্রিল (লাহোর)
পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল (লাহোর)
লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল (লাহোর)
করাচি-মুলতান ১ মে (মুলতান)
লাহোর-কোয়েটা ১ মে (লাহোর)
পেশোয়ার-ইসলামাবাদ ২ মে (লাহোর)
লাহোর-করাচি ৪ মে (লাহোর)
পেশোয়ার-মুলতান ৫ মে (মুলতান)
পেশোয়ার-করাচি ৮ মে (রাওয়ালপিন্ডি)
পেশোয়ার-লাহোর ৯ মে (রাওয়ালপিন্ডি)
ইসলামাবাদ-করাচি ১০ মে (রাওয়ালপিন্ডি)
এমআই