
পিএসএলের প্রাইজমানি ঘোষণা, কত টাকা পাবে চ্যাম্পিয়নরা?
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ২০:১২
ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই অর্থের ঝনঝনানি। আইপিএল, বিপিএল, পিএসএল- সব প্রতিযোগিতায় আর্থিক প্রতিযোগিতা দেখা যায়। অর্থবিত্তে অবশ্য নাম ও মানের বিচারে সবচেয়ে এগিয়ে থাকা আইপিএলের ধারেকাছেও নেই কোনো টুর্নামেন্ট। বিপিএল থেকে আইপিএলের প্রাইজমানি প্রায় ৯ গুণ বেশি।
আইপিএলের এবারের মৌসুমের মাঝেই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় এ টুর্নামেন্ট শুরু হবে। এতে অংশ নিয়ে মোট ৬টি দল। নতুন আসর শুরুর আগে এই প্রতিযোগিতার প্রাইজমানি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার (৬ কোটি টাকার বেশি) জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।’
এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি। তবে এই দুই পুরস্কার মিলিয়ে আর্থিক অঙ্কটা দাঁড়াচ্ছে ৮ কোটি টাকার বেশি। যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং ব্যক্তিগত সকল পুরস্কার মিলিয়ে বরাদ্দ ছিল ৫ কোটি ৩১ লাখ টাকা। আসরটিতে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে। যা আগে ছিল ২ কোটি টাকা। এ ছাড়া এবারের রানার্সআপ চিটাগাং কিংস ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে।
প্রাইজমানিতে বিপিএলকে টপকে গেলেও আইপিএলের ধারেকাছেও নেই পিএসএল। ভারতীয় টুর্নামেন্টটির সবশেষ আসরে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল ২০ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ কোটি টাকা। আর রানার্সআপ দলকে দেওয়া হয় ১২.৫০ কোটি রুপি বা ১৭ কোটি টাকা।
এমনকি মেয়েদের আইপিএলের প্রাইজমানিও বিপিএল-পিএসএল থেকে বেশি। ডব্লুপিএলে এবার চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬ কোটি রুপি বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা। আর রানার্সআপ হওয়া দিল্লি ক্যাপিটালসের পকেটে গেছে ৩ কোটি রুপি বা ৪ কোটির বেশি টাকা।
এমআই