
পিএসএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন রিশাদ-লিটন
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৮
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। এর একদিন পর আজ মঙ্গলবার সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন দাস।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিটন ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজ এবং নিজের দলের জন্য দোয়া চেয়েছেন তিনি। এছাড়া দেশ ছাড়ার আগে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ হোসেন।
গত জানুয়ারিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের প্রায় ৩০ জন ক্রিকেটার নাম দিলেও দল পেয়েছিলেন মাত্র ৩ জন। গোল্ড ক্যাটগরি থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশওয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে লাহোর কালান্দার্স আর লিটনকে টেনেছিল করাচি কিংস।
এবার পিএসএলের পূর্ণ মৌসুম খেলতে পাকিস্তানে পাড়ি জমালেন রিশাদ-লিটন। তবে নাহিদ রানা এখনই যাচ্ছেন না সেখানে। সিলেটে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শেষে পেশওয়ার জালমির সঙ্গে যোগ দিবেন তিনি।
এমআই