
লিটনের সর্বনাশে অজি ক্রিকেটারের ‘পৌষ মাস’
খেলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১৯:৩০
আইপিএল, সিপিএল, এলপিএল, গ্লোবাল টি-টোয়েন্টিতে ইতোমধ্যে নাম লিখিয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন। বিসিবি থেকে পুরো মৌসুমের অনাপত্তি পত্র নিয়ে গত ৮ এপ্রিল পাকিস্তানে পাড়ি জমিয়েছেন লিটন।
নিজেকে দুর্ভাগা ক্রিকেটার মনে করা লিটনের শুরুটাই আর হলো না। পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এই ক্রিকেটার। আজ দুপুরে নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানান তিনি।
ফেসবুকে লিটন বলেন, ‘আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আঙুলে চোট পাওয়ার পর স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’
‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। করাচি কিংসের জন্য শুভকামনা।’- যোগ করেন তিনি।
লিটনের সর্বনাশে পৌষ মাসের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন ম্যাকডারমট। বাংলাদেশি ওপেনারের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে করাচি কিংস কর্তৃপক্ষ।
— Karachi Kings (@KarachiKingsARY) April 12, 2025
ম্যাকডারমট ইতোমধ্যে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন। যেখানে ৫ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ২৫টি। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টির ২৩ ইনিংসে ব্যাট করা ম্যাকডারমট মাত্র ১৮ গড়ে করেছেন ৩৪২ রান, স্ট্রাইক রেট ৯৯। ন্যাশনাল টিমের পরিসংখ্যান বিবেচনায় লিটনের তুলনায় বেশ পিছিয়ে এই ব্যাটার।
তবে সবমিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে ১৭৪ ইনিংস ব্যাট করেছেন বেন ম্যাকডারমট। তাতে ৩০ গড়ে ৪ হাজার ৫৭১ রান করেছেন এই ব্যাটার। ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ খেলা এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৩৫। এক্ষেত্রে পিছিয়ে থাকবেন লিটন দাস। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১২৬।
এমআই