Advertisement
Us Bangla Airlines
পিএসএলে না খেলেই দেশে ফিরছেন লিটন, কারণ কী?

পিএসএলে না খেলেই দেশে ফিরছেন লিটন, কারণ কী?

খেলা ডেস্ক

১২ এপ্রিল ২০২৫, ১১:৫৯

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে করাচি কিংস দলে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। বিসিবি থেকেও পিএসএলের পূর্ণ মৌসুম খেলার জন্য অনাপত্তি পত্র পেয়েছেন এই ক্রিকেটার। তবে লিটনের সুখটা আর বেশিদিন টিকল না। পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন তিনি।

জানা যায়, চোটের কারণে দেশে ফিরে আসছেন লিটন দাস। অনুশীলনে আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় তাঁকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে ইনজুরির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন।

ফেসবুকে তিনি লিখেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আমি সত্যিই খুব উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। পিএসএলে অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে, সেখানে ফ্র্যাকচার হয়েছে, যা থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

লিটন বলেন, ‘দুঃখজনকভাবে, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরছি এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আমার দল করাচি কিংসের প্রতি অনেক শুভকামনা।’

পিএসএলে তিন বাংলাদেশিসহ ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। আগামী ২০ এপ্রিলের পর পিএসএলে খেলতে যাবেন তিনি।

এমআই