
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ
খেলা ডেস্ক
২১ মে ২০২৫, ১৬:১২
বাংলাদেশের পাকিস্তান সফরের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হয়েছে। ক্রিকেটারদের চাওয়া অনুযায়ী, পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচেই শেষ হবে পাকিস্তান সফর। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশ সিরিজকে ঘিরে ইতোমধ্যে নতুন সূচিও প্রকাশ করেছে বাবরদের অভিভাবক সংস্থা। ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ মে। একদিন বিরতি দিয়ে ৩০ মে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পুনরায় একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন।
বিসিবির চাওয়া অনুযায়ী, প্রতিটি ম্যাচই একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে নির্বাচন করেছে পিসিবি।
পাকিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। নতুন সিরিজকে ঘিরে এর আগে সূচি প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সব সূচি ওলট-পালট হয়ে যায়।
দুই দেশের সামরিক উত্তেজনায় অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে সূচি কয়েকদিন পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলতে নামছে টাইগাররা। যদিও সূচি পিছিয়ে যাওয়ায় ও ঈদুল আজহাকে কেন্দ্র করে পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে নামিয়ে এনেছে দুই বোর্ড।
এদিকে বাংলাদেশ সিরিজকে কেন্দ্র করে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যদিও দলের বড় তিন তারকা বাবর আজম, রিজওয়ান এবং শাহিন আফ্রিদি নেই এ স্কোয়াডে। নিউজিল্যান্ড সিরিজের মতো টাইগারদের বিপক্ষে অধিনায়কত্ব সামলাবেন সালমান আঘা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ স্পিনার শাদাব।
পিএসএলের দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে পিসিবি। লাহোরের হয়ে নিয়মিত রান করা ফখর জামানকেও স্কোয়াডে রাখা হয়েছে। পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহক শাহিবজাদা, সর্বোচ্চ ছক্কা হাঁকানো হাসান নাওয়াজ, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবরার আহমেদ রয়েছেন এই দলে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৮ মে | ১ম টি-টোয়েন্টি | লাহোর |
৩০ মে | ২য় টি-টোয়েন্টি | লাহোর |
১ জুন | ৩য় টি-টোয়েন্টি | লাহোর |
এমআই