Advertisement
Us Bangla Airlines
আমিরাতের সঙ্গে ম্যাচ বাড়লেও পাকিস্তানের সঙ্গে কমালো বিসিবি

আমিরাতের সঙ্গে ম্যাচ বাড়লেও পাকিস্তানের সঙ্গে কমালো বিসিবি

খেলা ডেস্ক

২০ মে ২০২৫, ১৪:৪৪

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এ সিরিজ শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা লিটন-শান্তদের। তবে এই সূচিতে পরিবর্তন আনার আবদার করেছে টাইগার ক্রিকেটাররা।

ক্রিকেটারদের দাবি শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ম্যাচ কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে বাবর আজমদের অভিভাবক সংস্থা। তাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলতে বিসিবিকে পরামর্শ

পাকিস্তানের দলের বিপক্ষে এমন সময়ে ম্যাচ কমালো, যখন আরব আমিরাত সিরিজের মাঝপথে অতিরিক্ত ম্যাচ যুক্ত করেছে বিসিবি। আমিরাত সিরিজে বাড়তি ম্যাচ, পাকিস্তান সিরিজে কাটছাঁট- দুটোই হয়েছে বিসিবির প্রস্তাবে। তবে উভয় কাণ্ডে ক্রিকেটারদের আবদারকে প্রাধান্য দিয়েছে বিসিবি।

জানা যায়, পাকিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সব সূচি ওলট-পালট হয়ে যায়।

পাকিস্তানে বাংলাদেশ সফরের ভবিষ্যৎ কী?

নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। যা শেষ হবে ৫ জুন। তবে সিরিজ শেষ হওয়ার ১/২ দিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। দেশে এসে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ম্যাচ সংখ্যা কমানোর দাবি করেছে বাংলাদেশি ক্রিকেটাররা।

আগামী ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। দেশে ঈদ কাটাতে এক্ষেত্রে ক্রিকেটারদের অন্তত ৬ জুন পাকিস্তান ছাড়তে হবে। কিন্তু ৬ জুন সকালে ইসলামাবাদ থেকে ঢাকায় কোনো ফ্ল্যাইট নেই। তাইতো বোর্ডের কাছে তাদের দাবি, বিশেষ বিমান অথবা ৫ ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন।

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, খেলা কখন-কোথায়?

ক্রিকেটারদের দাবির কথা মাথায় রেখে অবশেষে সূচিতে পরিবর্তন আনলো বিসিবি। পিসিবির সঙ্গে সমঝোতা শেষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা জানিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। গুঞ্জন আছে, একটি ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। সেক্ষেত্রে সীমান্তবর্তী গাদ্দাফি স্টেডিয়াম থেকে সরে আসতে পারে পিসিবি।

এমআই