
পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলতে বিসিবিকে পরামর্শ
খেলা ডেস্ক
১৯ মে ২০২৫, ১৫:৩২
পাক-ভারত সংঘাতে বিরতি আসলেও এখনো শঙ্কা কমেনি। উভয় দেশের মধ্যে এখনো উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ায় এশিয়া কাপ না খেলার ঘোষণা দিয়েছে ভারত। সেই পাকিস্তানের বিপক্ষেই চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
দুই দেশের উত্তেজনার মধ্যে পাকিস্তানে যাওয়ার বিষয়ে সরকারের শরণাপন্ন হয়েছিল টাইগার ক্রিকেট বোর্ড। বিসিবিকে ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ সরকার। তবে একইসঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী স্টেডিয়ামে বিসিবিকে না খেলার পরামর্শ দিয়েছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদে টাইগার ক্রিকেটারদের পাকিস্তান সফর ইস্যুতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন তারা সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলে। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।’
এর আগে বাংলাদেশ সিরিজ নিয়ে সূচি প্রকাশ করেছিল বিসিবি। ঘোষিত সূচি মোতাবেক, ফয়সালাবাদ ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই গাদ্দাফি স্টেডিয়াম ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। ফলে সেই স্টেডিয়ামে না খেলতে বিসিবিকে পরামর্শ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এদিকে পাক-ভারত সংঘাতে নির্দিষ্ট সূচিতে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তিত সূচি নিয়ে বিসিবিকে একাধিক সম্ভাব্য সূচি পাঠিয়েছে পাকিস্তান। তবে এখন পর্যন্ত কোনো সূচি চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আরব আমিরাত সফর শেষে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
এমআই