
পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে যা জানাল সরকার
খেলা ডেস্ক
১৫ মে ২০২৫, ১৭:০৯
পাকিস্তানের মাটিতে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। পাক-ভারত সংঘাতে সিরিজটি পিছিয়ে গেলেও তা শুরু হওয়ার তারিখ এখনো নিশ্চিত করা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ইতোমধ্যে পরিবর্তিত সূচি পাঠানো হলেও তা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি বিসিবি।
গুঞ্জন ছিল, পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য ছিল, বাংলাদেশ সরকারের অনুমতিসাপেক্ষে পাকিস্তানে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বিসিবি। পাশাপাশি ক্রিকেটারদেরও মতামত জানতে চাইবে বোর্ড।
অবশেষে আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সফরের জন্য সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে পাকিস্তানে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও একটা বিষয় রয়েছে। তাদের সুবিধা এবং নিরাপত্তার বিষয় আমলে নিয়ে সামনে অগ্রসর হবো।’
পাকিস্তান সফরের মূল সূচি অনুযায়ী, বাংলাদেশ দলকে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি এই লিগের বাকি অংশের শেষ হবে ২৫ মে।
এর প্রভাবে পিছিয়েছে বাংলাদেশ সিরিজের সূচিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি তৈরি করেছে। যেখানে প্রথম ম্যাচ ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুনে নির্ধারিত করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিসিবি।
এদিকে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফরে যেতে ক্রিকেটার, কোচের মতামত ইতিবাচক হলে সেখান থেকেই করাচিতে পাড়ি জমাবে বাংলাদেশ। যদিও আনুষ্ঠানিক আলাপ শুনতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।
এমআই