Advertisement
Us Bangla Airlines
নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ
গণমাধ্যমের দাবি

নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

১২ মে ২০২৫, ১৬:৩০

চলতি মাসের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। ভারত-পাকিস্তান উত্তেজনায় সেই সফর পিছিয়ে নেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সম্প্রতি দুই দেশের যুদ্ধ বিরতিতে বাংলাদেশের সেই সফরে আশা জেগেছে। তাতে বাংলাদেশ নির্ধারিত সময়েই পাকিস্তানে যাবে বলে দাবি করছে দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংবাদমাধ্যমটি জানায়, আরব আমিরাত সফর শেষে আগামী ২১ মে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। যেখানে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। ঠিক সময়ে সিরিজ শুরু করতে ইতোমধ্যে উভয় দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও আলোচনা হচ্ছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

এদিকে গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজ সেখানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব বন্ধ হয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে) যাচ্ছি। সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশা-আল্লাহ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, আগামী ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে। প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।

এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র মতে, আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে লড়াই। পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি সারতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান-বাংলাদেশ।

এমআই