Advertisement
Us Bangla Airlines
পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

খেলা ডেস্ক

১৩ মে ২০২৫, ১৩:২১

পাকিস্তান সফরের নাটকীয়তা যেন কাটছেই না। চলতি মাসের ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতো বাংলাদেশ দল। পরিকল্পনায় বদল এনে ওয়ানডে সিরিজ বাদ দিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকা করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড।

সফরের সব সূচি ঠিকঠাক থাকলেও তাতে ঝামেলা পাকায় ভারত-পাকিস্তানের যুদ্ধ। দুই দেশের সীমান্ত উত্তেজনায় এই সফর নিয়ে বেশ অনিশ্চয়তায় ছিল বিসিবি। তবে আচমকা শুরু হওয়া যুদ্ধ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আবার সেই সিরিজ আয়োজনে মুখিয়ে পিসিবি। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সিরিজে পরিবর্তন আসবে না।

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, খেলা কখন-কোথায়?

সূচি অপরিবর্তিত থাকলে, আগামী ২১ মে পাকিস্তানে পাড়ি জমানোর কথা বাংলাদেশের। সেখানে ২৫ মে থেকে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা। ঘটনার নতুন মোড়ের জন্ম দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধের কারণে বন্ধ থাকা পিএসএলের বাকি অংশ আবার শুরু হচ্ছে। এ নিয়ে নতুন সূচিও জানা গেল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন সূচির ঘোষণা দিয়েছেন। সূচি অনুযায়ী, আগামী ১৭ মে থেকে পিএসএলের বাকি খেলাগুলো শুরু হবে। যেখানে ফাইনাল ম্যাচ হবে ২৫ মে। এতেই পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের সূচি।

পিএসএলের বাকি ম্যাচ বাংলাদেশে আয়োজন করার পরামর্শ

আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলে, নিশ্চিতভাবে সেদিন বাংলাদেশ সিরিজ শুরু করবে না পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজ কতদিন পিছিয়ে যাবে, তা নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি পিসিবি। তবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর নাটকীয়তা কোথায় শেষ হবে, সেটাই দেখার বিষয়।

এর আগে গত ৩০ এপ্রিল বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ইকবাল স্টেডিয়ামের সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। 

জরিমানার কবলে পাকিস্তানের ক্রিকেটাররা, কারণ কী?

৫ ম্যাচ সিরিজের বাকি তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়। পিএসএলের কারণে সিরিজ পিছিয়ে গেলে কবে অনুষ্ঠিত হবে, তা জানা যায়নি।

এমআই