
বিশ্বরেকর্ড গড়া ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের স্কোয়াড
খেলা ডেস্ক
২১ মে ২০২৫, ১২:২৮
টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন শাহিবজাদা ফারহান। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৬ ম্যাচের মধ্যে ৩টাতেই শতক হাঁকিয়েছেন তিনি। পরবর্তীতে পিএসএলে সুযোগ পেয়েই দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়েছেন এই ব্যাটার। তাতে ৯ ইনিংসে এই ওপেনারের সেঞ্চুরি ছিল ৪টি।
শাহিবজাদাকে ছক্কার মেশিনও বলা চলে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৪০টি। পিএসএলে ইতোমধ্যে ২০টি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। এমনকি পিএসএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শাহিবজাদা। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে কিছুটা চমক আছে বটে। দলের বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি নেই এ স্কোয়াডে। নিউজিল্যান্ড সিরিজের মতো টাইগারদের বিপক্ষে অধিনায়কত্ব সামলাবেন সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ স্পিনার শাদাব খান।
পিএসএলের দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে পিসিবি। লাহোরের হয়ে নিয়মিত রান করা ফখর জামানকেও স্কোয়াডে রাখা হয়েছে। পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহক শাহিবজাদা, সর্বোচ্চ ছক্কা হাঁকানো হাসান নাওয়াজ, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবরার আহমেদ রয়েছেন এই দলে।
এদিকে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল এই সিরিজ। তবে সূচি কয়েকদিন পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত একত্রে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। যদিও ঈদুল আজহাকে কেন্দ্র করে পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে নেমে এসেছে।
একনজরে পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
এমআই