
দেশে ফিরতেই পুরস্কৃত ছেলেরা, ৬ মাসেও টাকা পায়নি নারী দল!
খেলা ডেস্ক
২১ মে ২০২৫, ১৫:০৩
সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হুদা ফয়সাল-মোর্শেদ আলীরা। বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে এসেছিল বাংলাদেশ অ-১৯ দল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহ-সভাপতি এবং ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বাংলাদেশ যুব দলকে অভ্যর্থনা জানান।
বাফুফের পক্ষ থেকে সাফ অ-১৯ টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ায় আনুষ্ঠানিক কোনো পুরস্কার ঘোষণা ছিল না। তবে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ব্যক্তিগত উদ্যোগে স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলারকে গতকাল ৫০ হাজার টাকা করে প্রদান করেছেন।
আর্থিক প্রণোদনার পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেডিয়্যান্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পারও দিয়েছেন। কোচিং স্টাফ ও কর্মকর্তারা শুধু সৌজন্যমূলক উপহার পেয়েছেন।
দেশে ফিরে ফয়সালরা আর্থিক পুরস্কার পেলেও ৬ মাসে পার হওয়ার পর টাকা পায়নি সাবিনার। অথচ সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী দলকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ছিল বাফুফের। ৯ নভেম্বর বাফুফে নির্বাহী কমিটির প্রথম সভায় সাফ চ্যাম্পিয়ন নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়।
ছয় মাস পেরিয়ে গেলেও বাফুফে সাবিনাদের সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বাফুফের পরবর্তী তিন সভা এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে ফুটবলারদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান প্রায়ই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিকভাবে এক কোটি টাকা প্রদান করেছেন। বিসিবি, বিওএ, বাংলাদেশ সেনাবাহিনীসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছে। অথচ খোদ বাফুফেই নিজেদের ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি।
এমআই