Advertisement
Us Bangla Airlines
৩০০ টাকায় দেখা যাবে হামজাদের ম্যাচ, টিকিট পাবেন যেভাবে

৩০০ টাকায় দেখা যাবে হামজাদের ম্যাচ, টিকিট পাবেন যেভাবে

খেলা ডেস্ক

১৯ মে ২০২৫, ১৭:০৯

দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে সেরা তারকার নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের গত ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়। ভারতের মাটিতে হামজার জাতীয় দলের যাত্রা শুরু হলেও আগামী জুনেই দেশের মাটিতে খেলতে নামবেন তিনি।

ফিফার সূচি অনুযায়ী, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে দেখা মিলবে হামজার। একই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে কানাডা জাতীয় দলে খেলা প্রবাসী ফরোয়ার্ড সামিত সোমের।

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ কখন, কোথায় দেখবেন

দুই তারকা ফুটবলারকে ঘিরে দর্শকদের উন্মাদনা বেশ বেড়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচকে ঘিরে ইতোমধ্যে জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার দর্শকদের জন্য টিকিট মূল্যও জানিয়েছে তাবিথ আউয়ালের বোর্ড।

জানা গেছে, দর্শকদের জন্য আট ক্যাটাগরিতে আসন মূল্য ধার্য করেছে ফেডারেশন। সর্বনিম্ন ৩০০ টাকায় দেখা যাবে হামজাদের খেলা। ৩০০, ৪০০ ও ৫০০ টাকা টিকিট মূল্য সাধারণ গ্যালারি ১ ও ২ নম্বর গেট এবং সর্বোচ্চ চার হাজার ও পাঁচ হাজার রয়েছে ভিআইপি রেড বক্স ও হসপিটালিটি বক্সের।

এছাড়া ক্লাব হাউজ ১ ও ২ আসনের টিকিট মিলবে দুই থেকে আড়াই হাজার টাকায়। ভিআইপি-২ রেড বক্স এবং ভিআইপি-৩ (প্লেয়ার্স বেঞ্চের পেছনে) আসনের টিকিট মূল্য তিন ও চার হাজার টাকা। আর স্কাই ভিউ আসনের টিকিট মূল্য দুই ও তিন হাজার টাকা। 

কালোবাজারি রুখতে সিংহভাগ টিকিটই অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফেডারেশনের এবারের টিকিট পার্টনার হচ্ছে মোবাইল টেলিকম রবি। ইতোমধ্যে তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে কোন ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে, তা এখনো জানায়নি বাফুফে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা চৌধুরী ১ অথবা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। একইসময়ে বাংলাদেশে পা রাখবেন কানাডা প্রবাসী ফরোয়ার্ড সামিত সোম।

এমআই