
জাকেরের ‘অজুহাত’ নিয়ে বিস্মিত নান্নু
খেলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪
আবুধাবির মাঠে হারের পর সংবাদমাধ্যমের সামনে এসে হালকা বাতাসকেও ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে তুলে ধরেন জাকের আলি অনিক। তার এমন বক্তব্যে অনেকেই অবাক। কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, শ্রীলঙ্কাও তো একই কন্ডিশনে খেলেছে, তারা পারলে বাংলাদেশ কেন নয়?
বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক এবং এবারের এশিয়া কাপ আয়োজক কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নুও। আজ আবুধাবিতে সংবাদমাধ্যমে তিনি বলেন,‘আমি তো কখনো শুনিনি এমন অভিযোগ।’
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘বাতাস থাকবে এটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা তো একই মাঠে খেলেছে, ওরা মানিয়ে নিয়েছে। মাঠে গিয়ে এক-দুই ওভার খেললেই বোঝা যায় কোথায় কীভাবে শট খেলতে হবে। এটা ব্যাটারের দায়িত্ব।’এই দায়িত্ব পালনে ঘাটতি ছিল বলেই মনে করেন তিনি।
নান্নু আরও বলেন, ‘আবুধাবির উইকেটে বল স্কিড করে। এখানে খুব স্বাভাবিক ক্রিকেট খেলতে হয়। আর মাঠটাও বড়—বিশেষ করে সাইডগুলো। শর্ট বল খেলতে এখানে অনেক বেশি ভাবতে হয়। কিন্তু সেটা আমরা পারিনি।’ বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন সেই পরীক্ষায়। যার খেসারত দিতে হচ্ছে দলকে, পয়েন্ট টেবিলেও।
এই হারে সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। গ্রুপ ‘বি’তে আফগানিস্তান নেট রানরেটে সবার ওপরে (+৪.৭০০)। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। বাংলাদেশ তৃতীয়, নেট রানরেট –০.৬৫০।
এমআই