
টেস্টে যে রেকর্ডে কখনোই নাম লেখাতে চায় না বাংলাদেশ
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৭:১৩
রেকর্ড তো কত ধরণেরই হয়, ভালো রেকর্ড কিংবা মন্দ রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টেস্ট ম্যাচে নানান রেকর্ডে ভাগ বসিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট ইতিহাসের ১৬তম এবং বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।
একই ম্যাচে ১৬৩ রান করে সাতটি দেড়শো ছাড়ানো ইনিংস খেলার মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। আবার প্রথম ইনিংসে ৯০ রানে আউট হয়ে লিটনও নাম লিখিয়েছেন ভিন্ন তালিকায়। টেস্টে নার্ভাস নাইনটিতে তৃতীয়বারের মতো আউট হয়েছেন লিটন দাস, চারবার আউট হয়ে শীর্ষে মুশফিক।
নড়বড়ে নব্বইতে তিনবার করে আউট হয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এছাড়া হাবিবুল বাশার ও নাসির হোসেন লাল বলের ক্রিকেটে দুইবার নব্বইয়ের ঘরে কাটা পড়েছেন। তবে সাদা পোশাকে ৯৯ রানে আউট হয়ে কখনোই দুভার্গ্যের রেকর্ড নাম লেখাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটে অন্তত ১০০ ম্যাচ খেলেছে এমন দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের কোনো ক্রিকেটার ৯৯ রানে আউট হননি। তবে প্রতিপক্ষকে আউট করেছে একবার। ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে ৯৯ রানে বোল্ড করেন বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক।
১৯৯ রানে আরও দুই ব্যাটারকে আউট করেছে টাইগার বোলাররা। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক কাপ্তান ডেন এলগার এবং ২০২২ সালে লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯ রানে আউট হয়েছেন ১২৭ জন ক্রিকেটার। এ তালিকায় আছেন কেবল একজন বাংলাদেশি। আবুধাবিতে ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সেটা ওয়ানডে সংস্করণে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে কখনোই এই দুর্ভাগ্যের রেকর্ডে পা দেয়নি বাংলাদেশ। তাতে আগামীর দিনগুলোতে এই দুর্ভাগ্যের রেকর্ডে কখনোই নাম লেখাতে চাইবে না বাংলাদেশ।
এমআই