Advertisement
Us Bangla Airlines
টাইগার বোলারদের ভুগিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা

টাইগার বোলারদের ভুগিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

১৯ জুন ২০২৫, ১৯:৩৩

দ্বিতীয় দিন শেষে কোন দল এগিয়ে আছে, তা বলতে পারছিলেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। ম্যাচের তৃতীয় দিনে যেন সেই কথার যথার্থতা প্রমাণ করেছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। বাংলাদেশের চেয়ে মাত্র ১২৭ রানে পিছিয়ে থেকে গল টেস্টের তৃতীয় দিন শেষ করেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

তৃতীয় দিনের শুরুতে অবশ্য ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শেষ জুটিতে ১১ রান যোগ করেই ইনিংসের ইতি টানে টাইগাররা। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৯৫ রান। এরপরই ৩০ বছরের রেকর্ড ভেঙে নতুন জুটি নিয়ে ব্যাটে নামে শ্রীলঙ্কা দল।

মাত্র ৪৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় জয়সুরিয়ার শিষ্যরা। ফিরতি ক্যাচ নিয়ে অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফেরান তাইজুল ইসলাম। তবে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা টাইগার বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না। বরং শুরু থেকেই হাসান-রানাদের ওপর চড়াও হয়েছেন এই বোলার।

তাতে প্রথম সেশনে ১০০ রানে এক উইকেট হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শতক তুলে নেন ওপেনার নিশাঙ্কা। পাশাপাশি তিনে নামা চান্দিমালও পেয়েছেন ফিফটির দেখা। উইকেটের দেখা না পেলেও অ্যাটাকিং ফিল্ডিং সাজিয়েছেন শান্ত। সেটাই সাপে বর হয়ে এসেছে।

চা বিরতিতে যাওয়ার আগে নাইম হাসানের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন দিনেশ চান্দিমাল। চা বিরতির পর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা। জুটি ভাঙতে পার্ট টাইমার মুমিনুলের হাতে বল তুলে দেন শান্ত। তাতেই বিদায়ী টেস্ট খেলা ম্যাথিউসকে ফেরান মুমিনুল।

তৃতীয় সেশনে নতুন বল নেয় বাংলাদেশ। তাতেই লঙ্কান বিগ ফিশকে শিকার করেন পেসার হাসান মাহমুদ। ইনসুইং বলে বোল্ড হওয়ার আগে ক্যারিয়ার সেরা (১৮৭ রান) ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এরপর দিনের শেষকটি ওভার কাটিয়ে দিয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক। অপ্রত্যাশিত কিছু না হলে গলের টেস্ট ম্যাচটি অমিমাংসিত ফলাফলের দিকে ছুটছে।

এমআই