
এনসিএল টি-টোয়েন্টি শুরুর সময় জানাল বিসিবি
খেলা ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৮:০৪
বাংলাদেশের ঘরোয়া লিগের বড় টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দেশের বিভাগীয় শহরের নামে চার দিনের এই আসর লম্বা সময় ধরেই চলে আসছে। গেল বছর এই টুর্নামেন্টে নতুন মাত্রা যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারদিনের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটেও আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা।
দেশের ক্রিকেটের উন্নতিতে চলতি বছরেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। ইতোমধ্যে প্রাথমিক তারিখও নির্ধারণ বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। তবে প্রাথমিকভাবে সেপ্টেম্বরকে লক্ষ্য করে বিসিবি অগ্রসর হলেও এখনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, আটটি দল নিয়ে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। পাশাপাশি এবার ভেন্যুর সংখ্যাও বৃদ্ধি করবে বিসিবি। গেল বছর শুধু সিলেটে হলেও এবারের আসরে যুক্ত হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের স্টেডিয়াম।
এদিকে গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা রিহার্সালও বলা চলে। এনসিএলে ভালো করলেই দেশি ক্রিকেটারদের জন্য বিপিএলে দল পাওয়ার সুযোগ থাকবে।
এমআই