
লিটনের রান খরা নিয়ে যা বললেন হেড কোচ
খেলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
ইনজুরির কারণে ক্যারিবিয়ান সফরে নেই টাইগারদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে টেস্ট ও ওয়ানডেতে দায়িত্ব পালন করেন মেহেদী মিরাজ, সীমিত ওভারে লিটন দাস। অধিনায়কত্বে ২২ গজে লিটনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বোলিং, ফিল্ডিংয়ের পরিবর্তনে দেখিয়েছেন মুন্সিয়ানা। ফলে স্বল্প রান করেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ।
নেতৃত্বে বেশ সক্রিয় লিটন, ব্যাট হাতে বেজায় নিষ্প্রভ। সাদা বলের ক্রিকেটে একেবারেই ফর্মে নেই এ উইকেটরক্ষক ব্যাটার। ওয়ানডেতে ব্যাট হাতে শূন্য রানের রেকর্ড গড়া লিটন টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আউট হয়েছেন ‘গোল্ডেন ডাক’ মেরে। দ্বিতীয় ম্যাচে ডাকের খাতায় নাম না লেখালেও রান করেছেন মোটে ৩। লিটনের বাজে ফর্মে বড় স্কোর সংগ্রহে ভুগছে বাংলাদেশ দল।
সাদা বলের ক্রিকেটে রান খরায় ভোগা লিটনকে সম্প্রতি কড়া হুশিয়ারি দিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তবে বাজে সময়ে এ উইকেটরক্ষকের পাশে দাঁড়াচ্ছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স।
লিটনের নেতৃত্বের প্রশংসা করে প্রধান কোচ বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই রান করতে ভুগেছে দুই দল। তবে সেন্ট কিটসের উইকেটকে লো স্কোরিং মানতে নারাজ এ ক্যারিবিয়ান। উইকেট নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে উইকেট অনেক ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে যত সময় গড়িয়েছে ব্যাট করতে তত কঠিন হয়েছে। তবে লড়াই করেই জিততে হয়েছে। দুই দলের খেলোয়াড়ের কাছেই পিচ একইরকম। টার্ন করেছে বেশ, তবুও বলব না ১৩০ রানের উইকেট এটা।’
সিরিজের দুই ম্যাচেই রান খরায় ভুগেছে উভয় দল। তবে এর মাঝে ব্যতিক্রম ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। দুটো ম্যাচেই ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। শামীমকে প্রশংসায় ভাসিয়েছেন সিমন্স।
শামীম প্রসঙ্গে তিনি বলেন, ‘শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। দেখে ভালো লাগছে।’
এদিকে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। অধরা এই সিরিজ জয় আসলো ৬ বছর পর। এবার হোয়াইটওয়াশ করে সেই উদযাপনের ষোলকলা পূর্ণ করতে চান টাইগারদের উইন্ডিজ কোচ।
ফিল সিমন্স বলছেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’
এমআই