
ডিসেম্বরে বাংলাদেশের যত টি-টোয়েন্টি জয়
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭
ক্যারিবিয়ান সফরে যেন সমতা মেনে চলছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটা হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরেছে মিরাজের দল। তাতে ১-১ সমতায় শেষ হয় টেস্ট সিরিজ। সাদা পোশাকের পর শুরু হয় রঙিন পোশাকের সিরিজ। ওয়ানডেতে নিজেদের সেরা মনে করা বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়। সেই আক্ষেপ মেটাতেই যেন টি-টোয়েন্টিতে ভিন্ন বাংলাদেশ।
বিশ ওভারে ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিশ্বে জুড়ি নেই। বড় ছয় মারার দক্ষতায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের কদর একটু বেশিই। তবে ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত এসব খেলোয়াড়দের অনেকেই জাতীয় দলে খেলেন না। তবুও যারা খেলেন, সক্ষমতার বিচারে তারাও বাংলাদেশ থেকে ঢের এগিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার রাভমেন পাওয়েলদের টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে দিল লিটন দাসের দল।
২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। শেষবার সিরিজ জয়ের বাকি দুটো ম্যাচ অবশ্য যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া দেশের বাইরে ২০২২ সালের পর টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
এদিকে গত ১৬ ডিসেম্বর চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতে নেয় বাংলাদেশ। বিজয় দিবসে বাংলাদেশের ইতিহাসে যা প্রথম জয়। তবে বিজয়ের মাস বিবেচনায় এটি টি-টোয়েন্টি সংস্করণের তৃতীয় জয়। আজ জেতা ম্যাচটি তালিকার চতুর্থ স্থানে লিপিবদ্ধ হয়েছে।
২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জিতে বাংলাদেশ। সেবারও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। বিজয়ের মাসে এবার যেন পুরনো প্রতিশোধ নিল লিটন-সৌম্যরা। সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ হাতে রেখেই এবার সিরিজ জয় করেছে টাইগাররা।
বিজয়ের মাসে ক্যারিবিয়ান ছাড়াও কিইউদের বিপক্ষেও কুড়ি ওভারের ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ৫ উইকেটে টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয় নাজমুল শান্তের দল। বৃষ্টি কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত না হলে বিজয়ের মাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজও জিততে পারতো বাংলাদেশ।
এদিকে আগামী ২০ ডিসেম্বর কিংসটাউনে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাতে শেষ ম্যাচ জিতলে বিজয়ের মাসে জয়ের তালিকায় আরেকটি ম্যাচ যুক্ত হবে। একইসাথে টি-টোয়েন্টিতে তিন ম্যাচ সিরিজে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার মাইলফলক অর্জন করতে পারবে বাংলাদেশ।
এমআই