Advertisement
Us Bangla Airlines
৪৮৪ রান করেও অনিশ্চয়তায় ভুগছে বাংলাদেশ

৪৮৪ রান করেও অনিশ্চয়তায় ভুগছে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৮ জুন ২০২৫, ২১:৩৪

শ্রীলঙ্কায় প্রথম টেস্টের দুই দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। প্রথম দিনে ২৯৪ রান তোলার পর আজ ৪৮৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। মাঝে বৃষ্টি বাগড়া না দিলে ৫০০ রানের মাইলফলকও ছুঁতে পারতো সফরকারী দল। তবে উইকেট বিবেচনায় এত রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শেষের পর সংবাদ সম্মেলনে কোচ সালাহউদ্দিন বলেন, ‘কোন দল চালকের আসনে আছে, এখনই বলা কঠিন। প্রতিটি সেশন কে জিতছে, সেটা দেখেই বোঝা যাবে। প্রথম দিন প্রথম সেশন আর আজকের শেষ সেশনে আমরা ভালো করিনি। এখন চেষ্টা করব বাকি সময়টা সেশন ধরে ধরে জিতে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে।’

মুশফিকের যে রেকর্ডটা ভাঙতে চান না লিটন দাস

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন মনে করেন, মুশফিক-লিটনের সামনে আরও বড় সংগ্রহ গড়ার সুযোগ ছিল। কিন্তু লঙ্কান বোলারদের রিভার্স সুইং সামলাতে না পেরেই নিজেদের গতিপথ হারিয়েছে টাইগাররা।

তিনি বলেন, ‘প্রথম দুই সেশনে আমরা সত্যিই দারুণ ব্যাট করেছি। তবে শেষ দিকে আরও ভালো করা যেত। যদিও স্কোর এখনও খারাপ নয়। এখন ভালো বল করলে ম্যাচটা আমাদের দিকেই ঘুরে যাবে।’

৪৮৪ রান করেও অনিশ্চয়তায় ভুগছে বাংলাদেশ

শেষ সেশনে মিলন রত্নায়েকে দিয়ে শুরু, এরপর আসিথা ফার্নান্দোর ধারাবাহিক আঘাতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সালাহউদ্দিন বলেন, ‘ওরা বলটা ভালোভাবে মেইনটেইন করেছিল, রিভার্স সুইং পেয়েছে। আমরাও যদি সেটা করতে পারি, তাহলে আমাদের ফাস্ট বোলাররাও কাজে লাগাতে পারবে।’

লিটনের ফর্মে ফেরা ও সমালোচনার মুখে শান্তর দৃঢ় মানসিকতাকে বিশেষভাবে প্রশংসা করেছেন এই কোচ, ‘শান্ত কঠিন মানসিকতার ছেলে। এত সমালোচনা, ট্রলের পরও ধৈর্য্য হারায়নি। এটা অনেকের পক্ষেই সম্ভব নয়। লিটনও অনেক দিন রান পাচ্ছিল না। আজ যে ব্যাটিংটা করেছে, তা ড্রেসিংরুমের জন্য ইতিবাচক ইঙ্গিত।’

এমআই