Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশ ড্রাফটে নাম লেখালেন ১০ বাংলাদেশি

বিগ ব্যাশ ড্রাফটে নাম লেখালেন ১০ বাংলাদেশি

খেলা ডেস্ক

১৭ জুন ২০২৫, ২০:৩১

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ড্রাফট চলতি মাসেই অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির ড্রাফটে নাম লিখিয়েছেন দশ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে গেল বছর বিগ ব্যাশে দল পাওয়া রিশাদ হোসেন নাম লেখাননি।

গুঞ্জন রয়েছে, রিশাদকে রিটেইন করতে পারে হোবার্ট হ্যারিকেন্স। বিগ ব্যাশের গত মৌসুমে টাইগার স্পিনারকে দলে নিয়েছিল হোবার্ট। তবে একই সময় বিপিএল থাকায় বিগ ব্যাশে খেলার ছাড়পত্র পাননি তিনি। সেই হোবার্টই শেষ পর্যন্ত গত মৌসুমে শিরোপা জিতেছে।

রিশাদ নাম না দিলেও বিগ ব্যাশের ড্রাফটে আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তারা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

এদিকে রিশাদকে দলে রেখে দিলে পুনরায় বিপদে পড়তে পারে হোবার্ট হ্যারিকেন্স। কারণ, আগামী ডিসেম্বরে বিগ ব্যাশের নতুন আসর শুরু হবে। একই সময় শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। ফলে গেল বারের মতো এবারও রিশাদের বিগ ব্যাশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে।

বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারসহ ৬০০ বিদেশি নাম লিখিয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবেন এই লিগে। এছাড়া বিগ ব্যাশের ড্রাফটে আছেন ইংল্যান্ডের ৪২ বছর বয়সি পেসার জেমস অ্যান্ডারসনও। তবে কোনো দল তাকে ভেড়াবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

চলতি বছরের বিগ ব্যাশ লিগের ড্রাফটে আন্তর্জাতিকভাবে বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ দেখা যাচ্ছে। যেখানে ইংল্যান্ড থেকে ১৭৮ জন, পাকিস্তান থেকে ৭৪ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪২ জন, শ্রীলঙ্কা থেকে ১৩ জন, বাংলাদেশ থেকে ১০ জন এবং ভারত থেকে ১ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন।

এমআই