Advertisement
Us Bangla Airlines
ফের লাওসে খেলতে গেলেন তহুরা-আফিদারা

ফের লাওসে খেলতে গেলেন তহুরা-আফিদারা

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৮:৪০

মাত্র দুই সপ্তাহ আগে লাওস থেকে এশিয়া কাপের মূলপর্ব নিশ্চিত করে ফিরেছে বাংলাদেশ। এবার আবার সেই গন্তব্যে ফিরছেন বাংলাদেশের পাঁচ নারী ফুটবলার। তবে জাতীয় দলের হয়ে নয়, ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলতে লাওসের পথে রওনা হয়েছেন তারা।

আজ (বুধবার) বিকেলে ভুটানের স্থানীয় সময় অনুযায়ী লাওসের উদ্দেশে উড়াল দিয়েছেন আফিদা খন্দকার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, রিপা আক্তার এবং স্বপ্না রাণী। আসন্ন এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে রয়্যাল থিম্পু কলেজ ক্লাব। গত বছর এই টুর্নামেন্টটি হয়েছিল থিম্পুতে, তবে এবার খেলা হবে লাওসে।

এই ক্লাবে বাংলাদেশের পাঁচ ফুটবলারের মধ্যে আফিদা খন্দকার ও স্বপ্না রাণী শুধুমাত্র এএফসি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই নিবন্ধিত হয়েছেন। অন্য তিনজন—তহুরা, শামসুন্নাহার ও রিপা খেলবেন ভুটানের ঘরোয়া লিগেও, যা চলবে নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ভুটানের এই ক্লাবটি গত মৌসুমে দেশটির নারী লিগ চ্যাম্পিয়ন হয়। ফলে স্বাভাবিকভাবেই তারা এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশ দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও এখনো এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের কোনো ক্লাবকে পাঠাতে পারেনি।

গত আসরে ঋতুপর্ণা চাকমা থিম্পু কলেজের হয়ে মাঠে নেমেছিলেন। আর বাংলাদেশের তারকা ফুটবলার সাবিনা খাতুনকে খেলতে না পারার কারণ ছিল নিবন্ধন সংক্রান্ত জটিলতা। এবার লাওসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগ খেলেই দেশে ফিরবেন আফিদা ও স্বপ্না। অন্যদিকে, ঘরোয়া লিগের বাকি অংশের জন্য দীর্ঘ সময় ভুটানে অবস্থান করবেন তহুরা, শামসুন্নাহার ও রিপা।

এমআই