
বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন আমির
খেলা ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৮:১৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও বল হাতে আগের মতোই ঝলক দেখাচ্ছেন মোহাম্মদ আমির। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানের এই পেসার। আর সেখানেই বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন আমির।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মুখোমুখি হয়েছিল আমিরের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের পরাজয়ের দিনেও উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ আমির। ১৯তম ওভারে অ্যান্টিগার সেরা ওভারে ফাবিয়ান অ্যালেনকে আউট করেছেন তিনি। তাতেই টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন আমির।
বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করেছেন এই পাকিস্তানি পেসার। তবে পাকিস্তানের ইতিহাসে ৪০০-এর ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় বোলার তিনি। টি-টোয়েন্টিতে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট শিকার করা প্রথম বোলার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আফগানিস্তানের রশিদ খান। ৪৮৬ ম্যাচে ৬৫৮ উইকেট নিয়েছেন তিনি। চারশো উইকেটের ক্লাবে রয়েছেন এক বাংলাদেশি। ৪৯৯ উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান।
৪০০ উইকেটের দৌড়ে আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ৩৬২ উইকেট নিয়ে বিশ্বসেরা বোলারদের তালিকায় ১৮ নম্বরে আছেন তিনি।
এমআই