
উইজডেনের বিশ্বসেরা ক্রিকেটারের তালিকায় দুই বাংলাদেশি
খেলা ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৫:২৯
বিশ্বের সেরা ৪০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। ক্রিকেটভিত্তিক এই ম্যাগাজিনের তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তালিকায় ১৯ নম্বরে পেসার নাহিদ ও ২২ নম্বরে রয়েছেন লিগ স্পিনার রিশাদ হোসেন।
বুধবার (২০ আগস্ট) উইজডেনের সামাজিক মাধ্যমে ৪০ জন তরুণ ক্রিকেটারের এ তালিকা প্রকাশ করা হয়। ক্রিকেটারদের বয়সের মানদণ্ড ২৩ ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এ তালিকা সাজিয়েছে উইজডেন। তালিকায় সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার রয়েছে ভারতের।
ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিনের তালিকায় শীর্ষে আছেন আলোড়ন তৈরী করা ভারতীয় ওপেনার জস্বশী জয়সোয়াল। মাত্র ২৩ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ভারতের হয়ে তিন ফরম্যাটে অভিষেক হলেও টেস্ট ক্রিকেটাই বেশি খেলছেন জয়সোয়াল, যেখানে ২৪ ম্যাচে ৫০ গড়ে ২২০৯ রান করেছেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান পেসার জেইডন সিলস। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। এমনকি এক ইনিংসে ৬ উইকেট শিকার করে দলের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
বিশ্বসেরা তরুণ ক্রিকেটারের তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেকব বেথেল। ইংলিশদের সবচেয়ে তরুণ অধিনায়ক হিসেবে ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন তিনি। তবে ব্যাট হাতে একাধিক রেকর্ডের মালিক বনে গেছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ৪০!
এদিকে তালিকায় জায়গা পাওয়া দুই বাংলাদেশিও বিশ্ব ক্রিকেটে আলো কেড়েছেন। গতির ঝড়ে দলের একাধিক টেস্ট সিরিজ জিতিয়েছেন স্পিডস্টার নাহিদ রানা। সাদা পোশাকের ক্রিকেটে ইতোমধ্যে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে রিশাদ হোসেন টি-টোয়েন্টিতে গত বছর বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন।
এমআই