Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

খেলা ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫, ২০:১৭

ডানহাতি স্পিনার হিসেবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ স্পেলে ৬ উইকেট নিয়ে গড়েছেন অনন্য কীর্তি। বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার কীর্তি এখন এই তরুণ লেগস্পিনারের দখলে।

ডানহাতি স্পিনার হিসেবে সবশেষ ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে রাজিন সালেহ নিয়েছিলেন ৪ উইকেট। ১৬ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এরপর দীর্ঘদিন পার হলেও কেউ ৪ এর বেশি উইকেট পাননি। সেই জায়গা থেকে রিশাদের এই ফাইফার শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের স্পিন ইতিহাসেরও বড় এক অর্জন।

টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো পারফরম্যান্সে নজর কাড়লেও ওয়ানডেতে রিশাদের সুযোগ এখনো সীমিত। ২০২৩ সালে অভিষেক হওয়া এই লেগস্পিনার আজকের ম্যাচসহ খেলেছেন মোট ১২টি ওয়ানডে। এর আগের ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল মাত্র ১০টি। ক্যারিয়ারসেরা ছিল ৩৭ রানে ২ উইকেট—সেটিও আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে।

তবে এবার সব পরিসংখ্যান পেছনে ফেলে নিজেকে ছাপিয়ে গেলেন রিশাদ। স্পিনারদের নিয়ে দীর্ঘদিনের শঙ্কা আর আস্থার সংকটে থাকা দলের জন্য রিশাদের এই পারফরম্যান্স বড় স্বস্তির জায়গা। বিশেষ করে এমন দিনে, যখন ব্যাটাররা দলে চাপ ফেলেছেন বারবার, তখন বল হাতে ভরসা দিলেন তরুণ এই স্পিনার।

ওয়ানডেতে ৬ উইকেট শিকার ডানহাতি স্পিনারের শুধুই পরিসংখ্যান নয়, বরং ভবিষ্যতের ইঙ্গিত। রিশাদ আছেন এবং তিনি আবারও জানান দিলেন কেন প্রতিটি দলে লেগ স্পিনারকে আলাদা গুরুত্ব দেওয়া হয়।

এমআই