Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটে নতুন রেকর্ড

টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটে নতুন রেকর্ড

খেলা ডেস্ক

২০ মে ২০২৫, ১৩:৪৬

আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাহাড় গড়েও জিততে পারেনি বাংলাদেশ। বোলার আর ফিল্ডারদের ব্যর্থতায় দুই শতাধিক রান করেও প্রথমবার পরাজয় দেখেছে টাইগাররা। তবে ম্যাচ হারের দিনে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। রান পাহাড় গড়তে শুরুতেই বাংলাদেশকে ভিত গড়ে দেন ওপেনার তানজিদ হাসান তামিম।

আমিরাত বোলারদের পাওয়ার প্লে-তে ছাতুপেটা করেছিলেন এ ব্যাটার। তাতে মাত্র ২৬ বলেই অর্ধশতকের মাইলফলক ছুঁয়েছেন তানজিদ। দেশের হয়ে তা দ্রুততম ফিফটি না হলেও ব্যাট হাতে ভিন্ন রেকর্ড গড়েছেন এই ওপেনার। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে ফিফটি করেছেন তানজিদ তামিম।

বাঁহাতি এই ওপেনারের আগে মাত্র ২ জন বাংলাদেশি ব্যাটার পাওয়ার প্লেতে অর্ধশতকের মাইলফলক ছুঁয়েছেন। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ওপেনার নাজিমুদ্দিন প্রথমবার এই কীর্তিতে নাম লিখিয়েছেন। এরপর ২০২২ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে এই রেকর্ডে নাম লেখান লিটন কুমার দাস।

বল সংখ্যা বিবেচনায় তানজিদের দ্রুততম ফিফটি না হলেও ওভারের সংখ্যায় দ্বিতীয় এ ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে গতকাল ৫.৪ ওভারে ফিফটির মাইলফলকে পা রেখেছিলেন তানজিদ। টি-টোয়েন্টিতে তামিমের চেয়ে কম ওভারে ফিফটি করার রেকর্ড কেবল লিটনের। 

২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটি করতে লিটনের সময় লেগেছিল ৫.২ ওভার। পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে নাজিমুদ্দিন ফিফটি পেয়েছিলেন ৬ ওভারে। দুর্ভাগ্যজনকভাবে ভারত-পাকিস্তানের সেই দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে টাইগারদের পরাজয়ে ম্লান হয়েছে এবার তামিমের রেকর্ডও।

এমআই