Advertisement
Us Bangla Airlines
লক্ষ্য ১৩০, একাই ১০৩ রান করলেন তামিম!

লক্ষ্য ১৩০, একাই ১০৩ রান করলেন তামিম!

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ১৫:৫০

পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা যেন রণেভঙ্গে দিয়েছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পাত্তাই পায়নি দলটি। শুরুতে ব্যাট করতে নেমে অল্পতেই গুঁড়িয়ে যায় আলাউদ্দিন বাবুর দল। স্কোর বোর্ডে যুক্ত হয়েছিল মাত্র ১২৯ রান। পারটেক্সের সেই সংগ্রহকে যেন নিজের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তানজিদ হাসান তামিম।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডে তিন ভেন্যুতে খেলতে নেমেছে ৬ দল। আজ সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। যেখানে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে পারটেক্স। দুই ওপেনার জয়রাজ শেখ এবং জসিম উদ্দিন রান পাননি। পরে রুবেল মিয়ার ৪১ রান এবং আহরার আমিন পিয়ানের ২৪ রানে ভর করে ১২৯ রানেই শেষ হয় পারটেক্সের ইনিংস। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ২টি করে উইকেট লাভ করেন রেজাউর রহমান রাজা এবং শরিফুল ইসলাম।

ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন রূপগঞ্জ ওপেনার তানজিদ হাসান তামিম। এক প্রান্তে সাইফ হাসান যোগ্য সঙ্গ দিতে থাকেন তামিমকে। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন তামিম। এক সময় তুলে নেন অর্ধ-শতক। পরে চার ছক্কার ফুলঝুরিতে পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

১৩০ রানের লক্ষ্যে ৫৯ বলে একাই ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। ১০ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা মেরেছেন এই ব্যাটার। তামিমকে সঙ্গ দেওয়া সাইফ হাসান অপরাজিত থাকেন ৫৩ বলে ২৬ রান করে। তাতে মাত্র ১৮.৩ ওভারে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

এমআই