Advertisement
Us Bangla Airlines
১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ড

১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ড

খেলা ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৬:১০

ব্যাট হাতে তাণ্ডব চালালেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন। আর তাতে স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও টাইগার এই ব্যাটারের দখলে। 

এত দিন রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম। 

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার মাঠে গড়িয়েছে ডিপিএলের নবম আসর। বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়ে শাইনপুকুর দল। মিনহাজুল আবেদিন দলের হয়ে কেবল করেন ৩৮ রান। পরবর্তীতে সবমিলিয়ে ৮৮ রান সংগ্রহ করে শাইনপুকুর। মোসাদ্দেক শিকার করেন ৪ উইকেট, এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান এবং রিপন মন্ডল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। শাইনপুকুরের বোলারদের একের পর এক করেন সীমানাছাড়া। ১৫ বলে ইমন করেন অর্ধ-শতক। শেষ পর্যন্ত মাত্র ৬ ওভার ৪ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ইমন অপরাজিত থাকেন ২৩ বলে ৬১ রান করে। এ ছাড়া জিসান আলম করেন ১৭ বলে ১৭ রান। ১০ উইকেটের জয়ে টেবিল টপে বেশ ভালো ভাবে টিকে রইল হান্নান সরকারের দল।

এদিকে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। দলের হয়ে এদিন ব্যর্থ হন টপ অর্ডার ব্যাটাররা। পরে দলকে একাই টেনে তুলেন শামীম হোসেন, করেন ৬১ বলে ৮৯ রান। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। 

মোহামেডানের হয়ে বল হাতে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। এই দুই বোলার মিলে শিকার করেন ৭ উইকেট। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভারেই ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। দলের হয়ে অধিনায়ক তাওহীদ হ্রদয় ৫৭ এবং মেহেদী হাসান মিরাজ করেন অপরাজিত ৬৭ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩ উইকেট সংগ্রহ করেন হাসান মাহমুদ।