Advertisement
Us Bangla Airlines
এমন দিন নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না তাসকিন!

এমন দিন নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না তাসকিন!

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১৮:৫২

আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মের তুঙ্গে আছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে মাত্র দুই ম্যাচ খেলেও কিপটে বোলিংয়ের তালিকায় ছিলেন তিনি। গতকাল প্রকাশিত আইসিসির বেস্ট ডেলিভারির তালিকাতেও ছিল তাসকিনের নাম। চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে বাইশ গজে ফিরেছেন জার্সি নম্বর থ্রি।

টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে মোহামেডানের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন এই ফাস্ট বোলার। বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বল করতে গিয়ে রেকর্ড করে বসেন তাসকিন আহমেদ। বল হাতে বেদম পিটুনি খেয়ে সেঞ্চুরিই করে বসলেন ঢাকা এক্সপ্রেস। নির্ধারিত ১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

গাজী গ্রুপের বিপক্ষে ১০৭ রান বিলানোর কারণে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের  বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল পেসার শাহাদাত হোসেনের। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে  ১০৪ রান দিয়েছিলেন তিনি।

আইসিসির চোখে সেরা বোলিং: তাসকিনসহ আছেন যারা

ডিপিএলে ১০৪ রান খরচায় গেল বছর সবচেয়ে খরুচে বোলারের তালিকায় নাম লেখান পেসার ইকবাল হোসেন। ডিপিএলেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান বিলিয়েছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির এই বোলার। এবার সবাইকে ছাড়িয়ে বিব্রতকর রেকর্ডের শীর্ষে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। 

গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি- বল হাতে সর্বত্রই যেভাবে ত্রাস ছড়াচ্ছিলেন তাসকিন; তাতে আজ ডিপিএলে রান খরচের এমন শিরোনাম নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না এই এক্সপ্রেস বোলার।

উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংটা নেদারল্যান্ডসের বাস ডি লিডার। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট নিতে ১১৫ রান খরচ করেন তিনি। খরুচে বোলিংয়ের তালিকায় তাসকিনের আজকের ঘটনাটি ১১তম স্থানে ঠাঁই নিয়েছে।

এমআই